Bisleri is coming to challenge Ambani in the world of cold drinks: বিসলেরি হলো ভারতের সবথেকে বড় প্যাকেজড ওয়াটার কোম্পানি। খুব শিগগিরই তারা নিতে চলেছে এক বিশাল বড় সিদ্ধান্ত। কদিন আগেও এই ব্যবসা টাটা গ্রুপের কাছে বিকিয়ে যেতে বসেছিল। বিসলেরি কোম্পানি আবার নতুনভাবে নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠিত (Bisleri introduced new flavours) করছে কোল্ড ড্রিংকস এর হাত ধরে। এই জলের কোম্পানি স্প্রাইট, কোকোকোলা ও পেপসিকে টক্কর দিতে খুব শীঘ্রই বাজারে আসছে তিনটি ভিন্ন স্বাদের কোল্ড ড্রিংকস নিয়ে।
ভারতীয় কোল্ড ড্রিংকসের বাজারে সবথেকে বেশি আধিপত্য রয়েছে কোকাকোলা ও পেপসিকোর। এছাড়া এদের সাথে সমান তালে তাল মিলিয়ে রয়েছে পারলে কোম্পানিও। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই আম্বানিও। মুকেশ আম্বানি নস্টালজিকভাবে ফিরিয়ে এনেছেন ক্যাম্পাকোলা। এভাবে মার্কেট ধরার চেষ্টা করছে আম্বানি গ্রুপ। এই কঠোর প্রতিযোগিতার বাজারে বিসলেরির (Bisleri introduced new flavours) এই পদক্ষেপ সত্যি কোল্ড ড্রিঙ্কসের জগতের কর্পোরেট যুদ্ধকে আরো বেশি বাড়িয়ে তুলবে।
বিসলেরি মঙ্গলবার তিনটি সম্পূর্ণ আলাদা স্বাদের কোল্ড ড্রিংকস লঞ্চ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রেভ, পপ এবং স্পাইসি জিরা সাব-ব্র্যান্ড। যেসব কোল্ড ড্রিংকসপ্রিয় জনতা ফিজ কোলা, অরেঞ্জ ও জিরা ফ্লেভারের স্বাদ নিতে পছন্দ করেন তাদের জন্যই এই তিনটি ক্যাটেগরি নিয়ে এসেছে বিসলেরি (Bisleri introduced new flavours)। আপনারা অনেকেই হয়তো জানেন যে, কার্বনেটেড পানীয় আগে থেকেই বিক্রি করত এই ব্র্যান্ড। আসলে লিমোনাটা ব্র্যান্ড হিসেবে বিসলেরি এই পানীয় বিক্রি করত। এই নতুন লঞ্চের মাধ্যমে বিসলেরির প্রধান কাজ কি? কার্বনেটেড কোমল পানীয় পোর্টফোলিওকে শক্তিশালী করেছে। জানানো হয়েছে যে, ১৬০ মিলি থেকে ৬০০ মিলি -র মধ্যে পাওয়া যাবে বিসলেরির এই নতুন কোল্ড ড্রিংকস।
কি বলছে এই কোম্পানির প্রধানরা? বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারপারসন জয়ন্তী চৌহান বলেছেন যে, খুব শীঘ্রই এই দেশে আইকনিক প্রোডাক্ট লঞ্চ করার বিষয়ে সুনাম কুড়াবে বিসলারি। বিসলারির এই নতুন পদক্ষেপ হয়তো তাদের জন্য একটি টার্নিং পয়েন্ট। বিসলেরি এমন কিছু সফট ড্রিংকস চালু করেছে যা সম্পূর্ণ তরুণ প্রজন্মের স্বাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে।
আধুনিক যুগে মানুষের মধ্যে এই নতুন কোল্ড ড্রিংসের বিজ্ঞাপন করার জন্য বেছে নেওয়া হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মকে। জয়ন্তী চৌহান এ বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী যে তাদের ক্যাম্পেইন অবশ্যই সফল হবে এবং আকর্ষণ করবে জনগণকে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিসলেরি তাদের কোল্ড ড্রিংকসের জন্য সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া মার্কেটিং-এ ফোকাস করছে। বেশ কিছু তারকাকে দিয়ে তারা বিজ্ঞাপনও করাচ্ছে এই ব্র্যান্ডের জন্য।