নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে থাকেন। ট্রেনের এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের মেরুদন্ড। ট্রেনে সফর করার সময় যাত্রীরা বিভিন্ন ধরনের আসন অর্থাৎ সিটে বসে সফর করে থাকেন। কিন্তু কোন সিটের ক্ষেত্রে কি কি সুবিধা প্রদান করা হয় তা অনেকেই জানেন না।
ভারতীয় রেল দেশে যে সকল ট্রেন চালিয়ে থাকে সেই সকল বিভিন্ন ট্রেনের ভিত্তিতে ৮ ধরনের কামরা ব্যবহার করে থাকে। শ্রেণির দিক দিয়ে বিচার করলে মোট ৪ ধরনের শ্রেণী রয়েছে। যেগুলি হলো শীতাতপ নিয়ন্ত্রিত (Air Conditioned), ফার্স্ট ক্লাস (First Class), স্লিপার ক্লাস (Sleeper Class), জেনারেল বা অসংরক্ষিত শ্রেণি (General Class or Unreserved)। এছাড়াও রয়েছে চেয়ার কার (Chair Car)। চেয়ার কারে আবার দুটি ভাগ রয়েছে, একটি হলো শীততাপ নিয়ন্ত্রিত এবং অন্যটি হলো সাধারণ।
শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ ক্লাস (Air Conditioned Executive Class) : ভারতের যে সকল ট্রেন চলাচল করে তার মধ্যে খুব কম সংখ্যক ট্রেনে এই ধরনের সিট রয়েছে। এই ধরনের সিট অত্যন্ত ব্যয়বহুল। যে সকল ট্রেনে এই ধরনের সিট রয়েছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত (Vande Bharat), তেজস (Tejas), গাইতামান এবং শতাব্দী এক্সপ্রেস। এই ধরনের কোচে দুই-দুই করে চারটি বসার জায়গা রয়েছে ক্রস করে।
শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণি (Air Conditioned First Class) : এই ধরনের কামরায় সর্বাধিক চারটি বার্থ হয়ে থাকে। খুবই সাজানো গোছানো এই সকল বার্থ এবং সেই সকল বার্থের দরজার লক করার ব্যবস্থা থেকে শুরু করে হাত ধোয়ার বেশি সমস্ত কিছু রয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রিত টু টায়ার শ্রেণি (Air Conditioned Two-Tier Class) : এই ধরনের কামরায় দুটি উপরে এবং দুটি নিচে বার্থ থাকে। এই ধরনের বার্থের ক্ষেত্রে কোচে দরজা না থাকলেও থাকে নির্দিষ্ট পর্দা।
শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি-টায়ার শ্রেণি (Air Conditioned Three Tier Class) : শীতাতাপ নিয়ন্ত্রিত এই ধরনের কোচে তিনটি বার্থ থাকে, আপার, লোয়ার এবং মিডিল। এই ধরনের কোচে কোনরকম পর্দা বা লক করার মতো দরজা থাকে না।
স্লিপার ক্লাস (Sleeper Class) : দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে স্লিপার ক্লাস অধিকাংশ মানুষের কাছেই পরিচিত। কম খরচে যাতায়াত করার জন্য এই ধরনের বার্থের জনপ্রিয়তা অনেক বেশি। এতে আপার, লোয়ার এবং মিডিল তিন ধরনের বার্থ রয়েছে।
এসি চেয়ার কার ( Chair Car) : যেসকল চেয়ার কার শীততাপ নিয়ন্ত্রিত হয়ে থাকে এসি চেয়ার কার বলা হয়। কম দূরত্বের ট্রেনে দেখা যায়।
চেয়ার কার ( Chair Car) : শীততাপ অনিয়ন্ত্রিত চেয়ার কার হল সাধারণ চেয়ার কার। মূলত কম দূরত্বের ট্রেনে এই ধরনের চেয়ার কার ব্যবহার করা হয়।
জেনারেল বা অসংরক্ষিত শ্রেণি (General Class or Unreserved) : এই সকল কোচের ক্ষেত্রে যাত্রীদের বসার জন্য আসন থাকলেও তা সংরক্ষিত করা যায় না। অর্থাৎ যে যাত্রী আগে আসবেন তিনি বসার সুযোগ পাবেন আর বাকিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করতে হবে।