Bike Stunt Went Wrong: কেতবাজি! শুয়ে শুয়ে বাইক চালানোর ফল মিলল হাতেনাতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

While doing stunts The bike driver does an accident: সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিখরচায় নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারে। এমন অনেক ব্যক্তি আছে যারা সোশ্যাল মিডিয়াতে স্টান্ট ভিডিও শেয়ার করে ভাইরাল হতে চান। কিন্তু স্টান্টের নেশায় তারা নিজেদের জীবনে নিজেরাই বিপদ ডেকে আনে (Bike Stunt Went Wrong)। মানুষ যদি একটু সাবধানে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যায়। কিন্তু আদতে কেউ কারো কথা শোনে না। বাইকে স্টান্ট করতে গিয়ে এভাবেই মানুষ প্রাণ হারায়।

Advertisements

নেট দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ এইভাবেই বাইক নিয়ে স্টান্ট করে থাকে। একবারও নিজেদের পরিবারের কথা চিন্তা ভাবনা করে না। যারা সারাদিন অপেক্ষায় থাকে সুস্থভাবে বাড়ি ফেরার জন্য। এরকমই একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার (Bike Stunt Went Wrong) মুখোমুখি হয়েছে একজন।

Advertisements

এই ভয়ংকর ভিডিওটি শেয়ার করা হয়েছে @wheeliefeed নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে দুজন শুয়ে শুয়ে বাইক চালাচ্ছিল। আর এদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল একটি গাড়ি থেকে। প্রথমজন শুয়ে শুয়ে স্টান্ট করতে করতে বেরিয়ে গেলেও, দ্বিতীয় জনের সাথে ঘটে যায় চরম দুর্ঘটনা (Bike Stunt Went Wrong)। সামনের একটি গাড়ির সাথে সেই ব্যক্তিটি ধাক্কা মারে।

Advertisements

ছোট্ট একটি ভিডিও সত্যিই আপনাকে অবাক করে দেবে। জানা গেছে যে, গাড়িতে যেসব ব্যক্তিরা ছিল তারা হলো ওই স্টান্টম্যানদের বন্ধু। ওরাই ভিডিওটি রেকর্ড করেছে। বাইকে স্টান্ট দেখাতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের জীবন বিপন্ন করে ফেলল বাইক আরোহী (Bike Stunt Went Wrong)। এবার শুয়ে শুয়ে বাইক চালানোর ফল পেয়ে গেল হাতে নাতে। নেটিজেনরাও এই ভিডিওর চরম নিন্দা করেছেন।

ইতিমধ্যে এই ভয়ংকর ভিডিওতে ভিউ এসেছে ৫.৩ কোটি। ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরা নানাভাবে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এ যেন এক জীবন মৃত্যুর পরিস্থিতি তাই একেবারেই হাসা উচিত না। একজন আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঠিক হয়েছে। যেমন কায়দা করে কেতবাজি দেখানো, তেমনই ফল পাওয়া।

Advertisements