5G Ambulance: দেশে প্রথম কলকাতায় চালু হল 5G অ্যাম্বুল্যান্স! রয়েছে এই সকল সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Country’s first 5G ambulance arrives in Kolkata: কলকাতার আসলো দেশের প্রথম 5G অ্যাম্বুলেন্স (5G Ambulance)। এবার থেকে রোগীরা পাবে আরো বিশেষ সুবিধা, অসুস্থ রোগী গাড়িতে থেকেই পাবে চিকিৎসকের পরামর্শ। চিকিৎসক রোগীকে মনিটর করে শুরু করে দিতে পারবেন তার প্রাথমিক চিকিৎসা। এর পুরো কৃতিত্ব হল 5G অ্যাম্বুলেন্স এর। জানলে অবাক হবেন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করলে দিতে হবে না কোন অতিরিক্ত চার্জ। শুধুমাত্র অ্যাম্বুলেন্সে থাকাকালীন যে ওষুধ রোগী ব্যবহার করবে তার দামটুকুই দিতে হবে।

Advertisements

কোথায় হল এই নতুন ধরনের অ্যাম্বুলেন্সের উদ্বোধন? হয়েছে কলকাতার এক পাঁচতারা হোটেলে। কলকাতাবাসীদের জন্য এ এক গর্বের বিষয়। দেশের প্রথম ফাইভ জি অ্যাম্বুলেন্স (5G Ambulance) প্রথম আসলো শুধুমাত্র কলকাতাতে। এই নতুন ধরনের অ্যাম্বুলেন্স উদ্বোধনে উপস্থিত ছিলেন অ‌্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট (হসপিটাল ডিভিশন) ডা. কে হরিপ্রসাদ, পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, ডিরেক্টর (মেডিক‌্যাল সার্ভিস) ড. সুরিন্দর সিং ভাটিয়া।

Advertisements

এই অ্যাম্বুলেন্সটি (5G Ambulance) আপাতত প্রথম চালু হবে কলকাতাতেই। তবে আপনি যদি এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পেতে চান, আপনাকে শুধু ডায়াল করতে হবে ১০৬৬। তবে এখনও পর্যন্ত স্ট্রোক এবং হার্ট অ‌্যাটাকের রোগীদের ক্ষেত্রেই এই অ্যাম্বুলেন্সের প্রাধান্য দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো, যানজটের সময় অ্যাম্বুলেন্স বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সময় পৌঁছাতে পারে না হাসপাতালে। ফলে রোগীদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। রোগীদের কথা চিন্তা করে এই নতুন প্রচেষ্টা।

Advertisements

বিশিষ্ট ডাক্তাররা কি বলেছেন এই নতুন অ্যাম্বুলেন্স (5G Ambulance) সম্পর্কে? কলকাতার নামকরা অ‌্যাপোলো হাসপাতালের এমার্জেন্সি মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. অরিজিৎ বসু বলেছেন যে, এই ফাইভ জি অ‌্যাম্বুল‌্যান্স মাস্টার স্ট্রোক হতে চলেছে হার্ট অ‌্যাটাকের রোগীদের এবং স্ট্রোক রোগীদের জন্য। এই ধরনের অসুস্থ রোগীরা অনেক সময় হাসপাতলে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্স এ প্রাণ হারান। তাই রোগীকে অ‌্যাম্বুল‌্যান্সে তুলেই সাথে সাথেই ওয়াইফাই দিয়ে ফাইভ জি কানেক্ট করা হবে।

কিভাবে কাজ করবে এই নতুন ধরনের অ্যাম্বুলেন্স? এখানে একদম রোগীর বেডের পাশেই থাকবে ক‌্যামেরা এবং মনিটর। অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে বসে দেখতে পাবেন চিকিৎসক। রানা দাশগুপ্ত জানিয়েছেন, যেসব এলাকায় যে পরিষেবাগুলো বেশি ভালো হবে সেখানে সেটাই প্রয়োগ করা হবে। সাধারণ জনগণের জন্য সুখবর হলো অ‌্যাপোলো হাসপাতাল খুব শিগগির তাদের নতুন মেডিক‌্যাল কলেজ চালু করতে চলেছে। ডা. কে হরিপ্রসাদ জানান, নতুন এই হাসপাতাল তৈরির কথাও হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে।

Advertisements