এবার সহজেই চলে যান দীঘা, দারুণ এই পরিষেবার কথা শুনলেই আনন্দে লাফাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের কাছে কোথাও ঘুরতে যাওয়া মানেই প্রথমেই যে জায়গাগুলির নাম মনে পড়ে সেগুলি হল দীঘা, মন্দারমনি, পুরী অথবা দার্জিলিং। এর পাশাপাশি সিকিম সহ অন্যান্য বেশ কিছু জায়গা তালিকায় উঠে আসলেও সবার প্রথম থাকে দীঘা (Digha)। বছরের বিভিন্ন সময় এই সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন হয়। আর এবার দিঘা যাওয়া আরও সহজ করতে শুরু হল দারুণ এক পরিষেবা।

Advertisements

লক্ষ্য করলে দেখা যাবে, সারা বছরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা দীঘাই এসে থাকেন। আবার অনেক পর্যটক রয়েছেন দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশ থেকেও আসেন। এই সকল পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য ট্রেন, বাস সহ অন্যান্য বিভিন্ন যানবাহন চালু করা হয়েছে। ঠিক সেই রকমই এবার দীঘা যাওয়ার ক্ষেত্রে আরও সহজ হলো বারাসাতের বাসিন্দাদের।

Advertisements

উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে দীঘা যাওয়া খুব কঠিন বিষয় নয়। তবে সরাসরি কোন যানবাহন না থাকার কারণে একাধিকবার বাস ট্রেন ইত্যাদি পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য বারাসাত থেকে সরাসরি দীঘা পর্যন্ত বাস পরিষেবা চালু হলো। এর ফলে বারাসাত এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের আর দীঘা যাওয়ার জন্য বারবার যান পরিবর্তন অথবা চিন্তা করতে হবে না।

Advertisements

স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দিন কয়েক আগেই স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে শুক্রবার অশোকনগর কল্যাণগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাঠশালা বাস টার্মিনাসেরও নতুন করে উদ্বোধন করা হয়। বামফ্রন্ট আমলে তৈরি হওয়া এই বাস টার্মিনাসের নতুন করে উদ্বোধন করার পর থেকেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আটটি বাস বিভিন্ন রুটে পরিষেবা দিতে শুরু করল।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিভিশনাল ম্যানেজার জানিয়েছেন, আপাতত ৮ টি বাস দীঘা, আসানসোল, দুর্গাপুর রুটে পরিষেবা দেবে। সারা বছরই উত্তর ২৪ পরগনার হাবরা অশোকনগর থেকে বহু মানুষ দীঘা সহ বিভিন্ন জায়গা যাতায়াত করে থাকেন। এমন অবস্থায় কম সময়ের মধ্যে এই সকল জায়গা পৌঁছে যাওয়ার পাশাপাশি খরচও কমবে এলাকার বাসিন্দাদের।

Advertisements