রাজনীতির আঙিনায় ‘দাবাং’ অভিষেকের শিক্ষাগত যোগ্যতা কতদূর! জানলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তিনি এখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তিনি এখন তৃণমূলের জাতীয় রাজনীতির মুখ। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পর পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিই (Abhishek Banerjee) হবেন এমনটাও দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। এর পাশাপাশি যেভাবে রাজনীতির আঙ্গিনা কাঁপাতে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জিকে, তাতে এখন তিনিই বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু।

Advertisements

এর পাশাপাশি অভিষেক ব্যানার্জি যেদিন থেকে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরু করেছেন সেই দিন থেকেই বারবার চর্চায় রয়েছেন। বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সতর্ক করার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করার ক্ষেত্রেও বারবার চর্চায় এসেছেন তিনি। এর পাশাপাশি নব জোয়ার চলাকালীন সাধারণ মানুষদের কাছাকাছি আসার ক্ষেত্রেও আলোচনা সমালোচনার শেষ নেই।

Advertisements

এছাড়াও পশ্চিমবঙ্গের যে সকল যুবরা রয়েছেন তাদের অনেককেই অভিষেক ব্যানার্জিকে অনুসরণ রাজনীতির আঙ্গিনায় এগিয়ে যেতে চাইছেন। এর পাশাপাশি অনেকের মধ্যেই প্রশ্ন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা কতদূর? অর্থাৎ কত দূর পড়াশোনা করেছেন তিনি?

Advertisements

অভিষেক ব্যানার্জি মূলত রাজনীতির আঙ্গিনায় পা রাখেন ২০১১ সালে। ১৯৮৭ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করার পর খুব অল্প বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন। এরপর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরপর দুবার সাংসদ হন। তবে তার এইভাবে রাজনৈতিক আঙিনায় আসা এবং উত্থান পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বলে কটাক্ষ করেন বিরোধীরা।

অভিষেক ব্যানার্জী এম.পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর তিনি পড়াশোনা করেন দিল্লিতে। সেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ পাশ করেন। পড়াশোনা শেষ করে পশ্চিমবঙ্গে ফিরে এসেই তিনি রাজনীতিতে মনোনিবেশ করেন এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মেরুদন্ড হিসেবে পরিণত হন।

Advertisements