Viral Video: ভিডিও দেখলে ভয় ধরে যাবে! ফুটওভার ব্রিজের মাথায় সাইকেল চালাচ্ছেন এই যুবক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Risking his life, a man cycled over the footover bridge: জীবন একটাই হয় আর সেটাকে সবাই চায় আগলে রাখতে। জীবনের প্রতি সবারই ভালোবাসা ও টান থাকে। কিন্তু হেলায়ফেলায় জীবন হারাতে চায় কে? কিন্তু এমন কিছু মানুষের সন্ধান পাওয়া যায় যারা জীবনের মূল্য দিতে জানে না। জীবনের বাজি রাখতে তারা বেশি পছন্দ করে। এমন দৃশ্য ভেসে উঠলো নেট দুনিয়ার পর্দায়। ভিডিওটি ভাইরাল (Viral Video) হতেই ঝড় ওঠে গোটা সোশ্যাল মিডিয়াতে। এক ব্যক্তিকে দেখা যায় সাইকেল নিয়ে উঠে গেছে একেবারে ফুটওভার ব্রিজের ওপর। এমনকি সেখানে উঠে রীতিমতো সাইকেল চালাচ্ছে সে। সেই ভয়ঙ্কর ভিডিও রেকর্ড করেছেন কোনো ব্যক্তি।

Advertisements

এই অদ্ভুত ভিডিওটি (Viral Video) ইনস্টাগ্রামে শেয়ার করেছে সন্তোষ কুমার নামের এক ব্যক্তি। চলতি বছরের মে মাসে এই ভাইরাল ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়েছে যা বহু নজর কেড়েছে মানুষের। ওই ব্যক্তিটি ফুটওভার ব্রিজের ঢাল বেয়ে সাইকেল নিয়ে সোজা উঠে পড়েন ব্রিজের চালে এবং তারপর সাইকেল চালাতে থাকেন। তার সাইকেল চালানোর ভিডিওটি নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ব্রিজের ওপরটি খুবই ঢালু এবং এবড়ো-খেবড়ো। কিন্তু ওই ব্যক্তিটি খুব সহজেই সাইকেল চালাচ্ছিলেন যেনো তার কাছে এটি একেবারে বা হাতের কাজ।

Advertisements

এই কান্ড দেখে তো সবাই অবাক, যারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তারাও হাঁ করে দেখছিলেন লোকটির কান্ড। আবার যেসব লোকেরা ফুট ফ্রিজ দিয়ে যাতায়াত করছিলেন তারাও এসব দেখে অবাক হয়ে গেছিলেন। এই পুরো ঘটনাটি রেকর্ড করে পোস্ট (Viral Video) করা হয়েছে ইনস্টাগ্রামে। লোকটির কান্ড কারখানা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়ে ফেলেছিল। কিভাবে ব্যালেন্স না হারিয়ে ফুটওভার ব্রিজের ওপর সাইকেল চালানো যায় সেটাই আশ্চর্যের। সেখান থেকে যদি ব্যালেন্স হারিয়ে কোনভাবে পড়ে যায় তাহলেই জীবন শেষ।

Advertisements

ভিডিওটি (Viral Video) ভীষণভাবে ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। বহু মানুষ নিমেষের মধ্যে দেখে ফেলেছে এই ভাইরাল ভিডিও। এমনকি কমেন্টের ঝড় বয়ে গেছে এতে। ভিডিয়োটিতে ভিউ হয়েছে প্রায় ৪৫,০০০। বহু মানুষ ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন ব্যক্তি মন্তব্য করেছেন যে, বিহারে সবই সম্ভব। এখানে সব কিছুই হতে পারে। অন্য একজন বলেছেন, কিভাবে ওই ব্যক্তি ওপরে উঠলো সেটাই আশ্চর্যের। অনেকেই সাইকেল চালককে ভৎসর্ণা করছেন এই কাণ্ড কারখানার জন্য। এমনকি রেল প্রশাসনের দিকেও আঙ্গুল উঠেছে।

Advertisements