BSNL is going to compete with 5G services by government monetary help: BSNL হলো দেশের সবথেকে পুরনো সরকারি টেলিকম সংস্থা। যা ছিল সম্পূর্ণরূপে ঋণে জর্জরিত। কেন্দ্র এগিয়ে এসে আবার ভারত সঞ্চার নিগম লিমিটেডকে ত্রাণ প্যাকেজ দিতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভাতে BSNL এর জন্য অনুমোদন করা হয়েছে ৮৯,০৪৭ কোটি টাকার প্যাকেজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে যে, সরকার যে তৃতীয়বার ত্রাণ প্যাকেজটি দিচ্ছে তা কোম্পানির পরিষেবা আরো উন্নত করতে, তার সাথে 4G এবং 5G (BSNL 5G)পরিষেবা চালু করতে ব্যবহৃত হবে। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় যে, বিএসএনএল-এর অনুমোদিত মূলধন ১.৫ লাখ কোটি টাকা থেকে ২.১ লাখ কোটি টাকা বাড়ানো হবে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী পীযূষ গয়াল মন্তব্য করেছেন যে, বর্তমানে BSNL দেশের উন্নত টেলিকম পরিষেবা দিতে এগিয়ে এসেছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় 4G কভারেজ রয়েছে। খুব শীঘ্রই এটা গোটা দেশে ছড়িয়ে পড়বে। এছাড়া বিএসএনএল-এর 5G (BSNL 5G) সম্পর্কে নতুন আপডেট দেবেন মন্ত্রী পীযূষ গয়াল। সরকার দ্বারা অনুমোদিত ত্রাণ প্যাকেজের জন্য বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড আরো উন্নত ও দ্রুত টেলিকম পরিষেবা প্রদানকারী কোম্পানি হিসেবে কাজ করবে। এই মুহূর্তে BSNL এর একমাত্র লক্ষ্য হলো ভারতের অত্যন্ত অঞ্চলে উন্নত পরিষেবা প্রদান।
জানলে অবাক হবেন যে কেন্দ্রের তরফ থেকে এটি প্রথমবারের জন্য নয়, এর আগেও আর্থিক অনুদান পেয়েছে বিএসএনএল। আসলে BSNL কে উঠে দাড়ানোর জন্য ত্রাণ প্যাকেজ দেওয়া হয়। প্রথমবার ২০১৯ সালে BSNL/MTNL-কে সরকারের পক্ষ থেকে রিলিফ প্যাকেজ দেওয়া হয় ৬৯,০০০ কোটি টাকা। সূত্রের মাধ্যমে জানা যায় যে, এই অনুদান টেলিকম সেক্টরের অনেক উপকারে লাগে। এছাড়া আবারো ২০২২ সালে কেন্দ্রীয় সরকার BSNL/MTNL-এর জন্য রিলিফ প্যাকেজ হিসাবে অনুদান দিয়েছিল ১.৬৪ লাখ কোটি টাকা। এবার শুধু অপেক্ষা BSNL এর নতুন পরিষেবার (BSNL 5G)।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার BSNL কে যে দুটি আর্থিক প্যাকেজ দিয়েছে তার কারণে ২০২১-২০২২ অর্থবর্ষে লাভ হয়েছে প্রচুর। BSNL এর থেকে অপারেটিং মুনাফা অর্জন করতে শুরু করেছে। সরকার জানিয়েছে যে, বিএসএনএল- এর মোট ঋণ ছিল ৩২,৯৪৪ কোটি টাকা যা কমে দাড়িয়েছে ২২,২৮৯ কোটি টাকায়। খুব শীঘ্রই দেশ BSNL এর 5G পরিষেবা (BSNL 5G) পেতে চলেছে।
সরকারের তরফ থেকে এই ত্রাণ প্যাকেজ ঘোষণার পর টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ TCS এবং আইটিআই-এর শেয়ারে লাভ দেখা গিয়েছে। আশ্চর্যের কথা হলো TCS এর শেয়ার এখন বিএসইতে ১.৩১ শতাংশ বেড়েছে এবং তা ৩,২৭৪.৫৫ টাকায় বন্ধ হয়েছে। এছাড়া আইটিআই-এর শেয়ারও ৪.৫২ শতাংশ বেড়ে ১১৩.৪০ টাকা হয়েছে। কিছুদিন আগে TCS-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত টেলিকম গিয়ার নির্মাতা ITI মিলিতভাবে BSNL থেকে ১৯,০০০ কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। সেই জন্যই দেশে চালু হতে চলেছে 4G পরিষেবা।