নিজস্ব প্রতিবেদন : আমরা সাধারণ নাগরিকরা প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন কাজের জন্য যাতায়াত করে থাকি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ট্রেনের (Train) ওপর নির্ভর করে থাকেন। যে কারণে বিশ্বের অন্যান্য অনেক দেশের পাশাপাশি ভারতেও ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড।
ট্রেনের ওপর নির্ভর করে প্রতিদিন হাফ কোটির বেশি ভারতীয় নাগরিক এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করলেও রেলের বেশ কিছু জিনিসপত্র রয়েছে যা আজও আমজনতার কাছে কৌতূহলের কারণ হয়ে রয়েছে। ঠিক সেই রকমই দেখা যায় রেল ট্র্যাকের পাশে সাদা সাদা চৌকো কিছু বক্স রয়েছে। এই বক্সগুলির কাজ অবাক করা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বক্সগুলিই লক্ষ লক্ষ যাত্রীর প্রাণ রক্ষা করে থাকে।
লক্ষ্য করলে দেখা যাবে রেল ট্র্যাকের তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর এই ধরনের সাদা অ্যালুমিনিয়ামের বক্স রয়েছে। এই সকল বক্স যাত্রী সুরক্ষার জন্য ব্যবহার করা হয় আর এই বক্সগুলিকে রেলের ভাষায় বলা হয় ‘অ্যাক্সেল কাউন্টার বক্স’ (axle counter box)। এই ধরনের বক্সগুলির ভিতর থাকে স্টোরেজ ডিভাইস। যা সংযুক্ত থাকে রেল ট্র্যাকের সঙ্গে।
আপাতদৃষ্টিতে এই সকল বক্স সাধারণ বক্স মনে করা হলেও এর কাজ কিন্তু অবাক করা। এই বক্সগুলি মূলত ট্রেনের অ্যাক্সেল গণনা করে থাকে অর্থাৎ এই বক্সগুলি সরাসরি ট্রেনের চাকা গুনতে থাকে। এর ফলে বোঝা যায় ট্রেন যখন স্টেশন থেকে বের হয়েছিল তখন যে সংখ্যক চাকা নিয়ে ট্রেনটি বের হয়েছিল সেই সংখ্যক চাকায় রয়েছে কিনা।
তিন থেকে পাঁচ কিলোমিটার অন্তর অন্তর থাকা এই বক্সগুলির একেকটি ট্রেনের চাকা গণনার পর সেই রেকর্ড পাঠিয়ে দেয় পরবর্তী বক্সে। পরবর্তী বক্স আবার চাকা গণনা করে সবকিছু সঠিক আছে কিনা তা নির্ধারণ করে নেয়। এক্ষেত্রে কোথাও কোন খামতি থাকলেই সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল রেড করে দেয়। সিগন্যাল লাল হলেই ট্রেন থেমে যায়। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এর পাশাপাশি এই ধরনের বক্স ট্রেনের গতি এবং অভিমুখও নির্দেশ করে থাকে।