রেশন কার্ড থাকলে এখনই হয়ে যান অ্যালার্ট! এই কাজটি করলেই মহাবিপদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশে কোটি কোটি নাগরিকদের কাছে রেশন (Ration) ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবায় পরিণত হয়েছে। এই রেশন ব্যবস্থা এখন পৌঁছে গিয়েছে দেশের ৮০ কোটির বেশি মানুষের কাছে। তারা খুব ভালোভাবে রেশন পরিষেবার গুরুত্ব টের পান। বিশেষ করে এর গুরুত্ব সবচেয়ে বেশি টের পাওয়া গিয়েছিল কোভিড অতিমারির সময়।

Advertisements

রেশন পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হওয়ার কারণে এর কোন ছোটখাটো পরিবর্তনও উপভোক্তাদের উপর প্রভাব ফেলে। আবার গুরুত্বপূর্ণ এই পরিষেবাকে হাতিয়ার করে অনেকেই এমন এমন ফাঁদ পাচ্ছেন, যে ফাঁদে পড়ে পকেট ফাঁকা হতে পারে সাধারণ খেটে খাওয়া মানুষদের। সুতরাং এমন ফাঁদে পড়ার আগে রেশন কার্ড (Ration Card) থাকলে অবশ্যই সতর্ক হয়ে যান।

Advertisements

লক্ষ্য করলে দেখা যাবে সময়ের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে রেশন তালিকায় থাকা উপভোক্তাদের নাম আপডেট করা হয়। এক্ষেত্রে অনেক উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায়, আবার অনেক উপভোক্তার নাম তালিকায় যুক্ত হয়। এই পরিস্থিতিতে প্রতারকরা নাম বাদ যাওয়া ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করেন এবং তাদের ফোন নম্বরে বিভিন্ন লোভনীয় বার্তা পাঠান।

Advertisements

এছাড়াও যে সকল উপভোক্তা সক্রিয় উপভোক্তা হিসাবে রয়েছেন তাদেরকেও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়। যেমন, বিনামূল্যে রেশনের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে ইত্যাদি। এই ধরনের এসএমএস বা বার্তার সঙ্গে আবার একটি করে লিঙ্ক দেওয়া হয়। বলা হয় সেই সকল লিঙ্কে ক্লিক করতে হবে। এই ধরনের লিঙ্কে ক্লিক করা মানেই বিপদ ডেকে আনা। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে পকেট ফাঁকা হতে পারে আপনার।

এরই পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে সতর্কবার্তা হিসাবে অ্যালার্ট জারি করে জানানো হয়েছে, রেশন কার্ড সংক্রান্ত কেওয়াইসি অথবা এই ধরনের কোন মেসেজ এলে সেই সকল মেসেজে থাকা লিঙ্কে যেন ক্লিক না করা হয়। এই ধরনের লিঙ্কে ক্লিক করা হলে উপভোক্তাদের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। কোন কিছু বুঝে ওঠার আগেই বিপদ ঘনিয়ে আসতে পারে।

Advertisements