Double Decker airplane: বাস, ট্রেনের মত ডবল ডেকার প্লেন! ভাইরাল ছবি ঘিরে জোর জল্পনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

The plane is also a double decker; The picture is viral on social media: ডবল ডেকার বাস তো অনেকেই দেখেছেন, কিন্তু ডবল ডেকার প্লেনের (Double Decker airplane) কথা কি কখনো শুনেছেন? ডবল ডেকার বাসে বসার অভিজ্ঞতা কিন্তু অনেকেরই আছে। সিটের ওপর আরেকটি সিট। কিন্তু এই একই অভিজ্ঞতা যদি আপনি পেয়ে যান প্লেনের ক্ষেত্রে কেমন লাগবে ব্যাপারটা? ভাবছেন ঘটনাটি বোধহয় মিথ্যে, কিন্তু সেটি একেবারেই নয়। এমনই এক ডবল ডেকার প্লেনের ছবি ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।

Advertisements

মানুষ অন্যান্য গণপরিবহনের থেকে প্লেনে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। কোথাও যেতে গেলে প্লেনে সময়ও কম লাগে, এমনকি যাত্রা হয় আরামদায়ক। শুধুমাত্র যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে প্লেনে আনা হচ্ছে ডবল ডেকার আসন। সম্প্রতি সেই ডাবল ডেকার সিটের (Double Decker airplane) ছবি আলোরন ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়াতে। প্লেনে বসার সময় বেশিরভাগ যাত্রীর পা রাখা নিয়ে একটা সমস্যা দেখা দেয়, সেই কথা মাথায় রেখে ডবল ডেকার প্লেনের কথা চিন্তা করা হচ্ছে।

Advertisements

বিমান শিল্পের ইতিহাসে এটা এক অবিস্মরণীয় ঘটনা। প্লেনের ডবল ডেকার সিটের (Double Decker airplane) নকশাটি তৈরি করেছেন আলেহান্দ্রো নুনেজ ভিসেন্ত। চেইজ লংগু নামে এই এয়ারপ্লেন সিটের ছবি প্রথম প্রকাশিত হয়েছিল ২০২২ সালে। ফের ওই ডিজাইনার সেই প্লেনের ডবল ডেকার সিটিং ব্যবস্থার ছবি নতুন করে প্রকাশ্যে এনেছে। যার প্রদর্শনী হয়েছে জার্মানির হামবুর্গে এয়ারক্রাফ্ট ইন্টেরিয়র এক্সপোতে। আবারো গোটা সোশ্যাল মিডিয়া এই সিটিং ব্যাবস্থা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে।

Advertisements

ডবল ডেকার প্লেনের (Double Decker airplane) বসার ব্যবস্থা নিয়ে যাত্রীদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন সিটের নিচে যেসব যাত্রীরা বসে থাকবেন তাদের খুবই অসুবিধা হবে।যদি কোন কারনে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে যাত্রীদের বার করতে অসুবিধা দেখা দিতে পারে। এরকম ধরনের বিমান বের হবার আগে অবশ্যই এর সুবিধা অসুবিধা যাচাই করে নেওয়া উচিত, বিশেষজ্ঞদের একাংশের এমনটাই মতামত।

বিমান যাত্রার সময় বিমানের সামনের এবং পিছনের সিটের মধ্যে ফাঁক কম থাকার জন্য যাত্রীরা সুবিধামতো বিশ্রাম করতে পারেন না। একটানা পা রাখা নিয়ে হয় সবথেকে বেশি অসুবিধা। এই ব্যবস্থার আরেকটি উদ্দেশ্য হতে পারে যাত্রীদের সংখ্যা বাড়ানো। অনেকে আবার বলেছেন, যদি ডবল ডেকার আসন চালু হয় তাহলে যাত্রীদের আসলে সুবিধাই হবে।

Advertisements