নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ মানুষই কোনো না কোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার সময় ট্রেনে (Train) চরে থাকেন। ট্রেনে সফর করার ক্ষেত্রে প্রতিটি যাত্রীকেই বাধ্যতামূলকভাবে টিকিট বুকিং করতে হয়। টিকিট (Ticket) বুকিং করা যায় স্টেশনের কাউন্টার থেকে অথবা অনলাইনে। ভারতীয় রেলের (Indian Railways) উপর ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। সুতরাং টিকিটের চাহিদা সবসময় থাকে তুঙ্গে।
ট্রেনের টিকিট বুকিং করার জন্য প্রতিটি যাত্রীকেই নির্দিষ্ট ভাড়া দিতে হয়। তবে জানেন কি ট্রেনের টিকিট বুকিং করে আপনিও মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারেন। এই সুযোগ আপনাকে করে দিচ্ছে আইআরসিটিসি (IRCTC)। ট্রেনের টিকিট কাউন্টার এবং অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইট ছাড়াও বুকিং করা যেতে পারে রেজিস্টার্ড এজেন্টের থেকে। এজেন্টদের কাছেও টিকিটের চাহিদা থাকে চরম। এই এজেন্ট হয়েই আপনি প্রতিমাসে মোটা টাকা রোজগার করতে পারেন।
Irctc-র এজেন্ট হয়ে মোটা টাকা রোজগারের জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার আবেদন জানাতে হবে। আবেদন ফি হিসেবে সামান্য টাকা নিয়ে থাকে সংস্থা। আবেদন করার পর সংস্থার তরফ থেকে যদি আপনাকে এজেন্ট হওয়ার সম্মতি দেওয়া হয় তাহলে আপনি বাড়িতে বসেই অন্যান্য যাত্রীদের ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। এজেন্ট হওয়ার পর সাধারণ টিকিট ছাড়াও Tatkal, RAC সব ধরনের টিকিট বুকিং করতে পারা যায় অন্য যাত্রীদের জন্য।
Irctc-র এজেন্ট হওয়ার ক্ষেত্রে এক বছরের জন্য আবেদন ফি হিসাবে জমা দিতে হয় ৩৯৯৯ টাকা। যদি কেউ দু’বছরের জন্য এজেন্ট হতে চান তাহলে তাকে আবেদন ফি হিসাবে জমা দিতে হবে ৬৯৯৯ টাকা। এর পাশাপাশি টিকিট বুকিং করার ক্ষেত্রে মাসে ১০০টি টিকিট বুকিং করার ক্ষেত্রে টিকিট প্রতি ১০ টাকা, ১০১ থেকে ৩০০ টি টিকিট পর্যন্ত প্রতিমাসের টিকিট প্রতি ৮ টাকা এবং তার বেশি হলে টিকিট প্রতি ৫ টাকা দিতে হয়।
এইভাবে আরসিটিসির এজেন্ট হয়ে কত টাকা লাভ করা যায়? Irctc-র এজেন্ট হিসাবে স্বীকৃতি পাওয়ার পর প্রতি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মোটা অঙ্কের কমিশন দেওয়া হয়ে থাকে। PNR হিসাবে কমিশন দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে নন এসি টিকিটের ক্ষেত্রে ২০ টাকা এবং এসি টিকিটের ক্ষেত্রে ৪০ টাকা পর্যন্ত কমিশন দেওয়া হয়। এছাড়াও টিকিটের দামের এক শতাংশ টাকা এজেন্টরা পেয়ে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আইআরসিটিসির এজেন্ট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর ট্রেনের টিকিট ছাড়াও হোটেল সহ বিভিন্ন ক্ষেত্রে বুকিং করতে পারবেন এজেন্টরা।