Bike riding tips: বর্ষাকালে বাইক নিয়ে টেনশন ফ্রি থাকতে সেড়ে ফেলুন এই ৫ কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you want to ride a bike in the rain, you must follow these 5 tips: দক্ষিণ ভারতের কেরালায় ইতিমধ্যে ঢুকে গেছে বর্ষা। তবে পশ্চিমবঙ্গে এখনো তাপপ্রবাহ অব্যাহত। কিন্তু আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস জানানো হয়েছে যে, খুব শিগগিরই বঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। বৃষ্টির হাত থেকে নিরাপদ থাকার জন্য অনেকেই এর মধ্যেই সুরক্ষা ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। বর্ষায় বেশি সতর্ক ও সুরক্ষিত থাকতে হবে বাইক চালকদের। মানতে হবে কিছু প্রয়োজনীয় টিপস (Bike riding tips)। আসলে বর্ষাকালের ভেজা রাস্তায় বাইক কিংবা স্কুটার চালানো সত্যি খুব বিপদজনক। এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যাতে টেনশন ফ্রি হয়ে বাইক কিংবা স্কুটার নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় বেরোনো যেতে পারে। তাহলে প্রথমেই জেনে নিতে হবে কোন কোন বিষয়ে অত্যন্ত জরুরি।

Advertisements

বর্ষাকালে রাস্তায় বাইক কিংবা স্কুটার বের করার আগে দেখে নিতে হবে তার টায়ারের অবস্থা কিরকম। যদি তা পুরনো হয়ে যায় বা বয়স বেশি হওয়ার ফলে কার্যক্রম ক্ষমতা কমে যায় তাহলে তা অবশ্যই বদলানো উচিত। বৃষ্টির সময় পথে যদি নুড়ি কিংবা পাথর থাকে তার ফলে পুরোনো টায়ার পাংচার হয়ে যাওয়া সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বর্ষায় চাকা স্কিট করে যায় যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাই এই বিষয়টি (Bike riding tips)অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রেকিং সিস্টেম। যদি আপনার স্কুটার কিংবা বাইকের ব্রেক খুব শক্ত হয় তাহলে রাস্তায় ব্রেক কষতে সমস্যা হতে পারে। আমার ব্রেক ঢিলা হয়ে গেলে সব জায়গায় ব্রেক লাগতে চাইবে না। তাই বাইক কিংবা স্কুটার বের করার আগে ব্রেক অবশ্যই চেক করতে হবে।

Advertisements

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা মাথায় রাখতে হবে (Bike riding tips)। হেডলাইট এবং টেইলল্যাম্প এর প্রধান কাজ হলবাইক বা স্কুটারের দৃশ্যমান্যতা বাড়ানো। এগুলোর মধ্যে একটি খারাপ হলেই বিপদের মুখে পড়তে হবে আপনাকে। কারণ বৃষ্টি কিংবা ঝড়ের মধ্যে রাস্তা ঠিক করে দেখা সম্ভব হয় না। তবে যদি হেডল্যাম্প ও টেইলল্যাম্প জ্বালানো থাকে অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভাবনা অনেক কমে যায়। বর্ষাকাল শুরু হওয়ার আগে অবশ্যই হেডল্যাম্প ও টেইলল্যাম্প ঠিক করে নেওয়া দরকার।

Advertisements

হেলমেটের বিষয়টি এড়িয়ে গেলে কিন্তু হবেনা। দুর্ঘটনার সময় বাইক কিংবা স্কুটার চালককে অবশ্যই মাথায় দিতে হবে হেলমেট। একমাত্র ISI মার্কযুক্ত হেলমেট পরা উচিত। তার সাথে বেরনোর সময় খেয়াল রাখতে হবে যাতে হেলমেটের স্ট্র্যাপ লক থাকে এবং সেটি মাথায় ভালো ভাবে ফিট হতে হবে।

বর্ষাকালে আরো একটি বিষয় অত্যন্ত প্রয়োজনীয়(Bike riding tips), যেটা বাইক কিংবা স্কুটি চালানোর আগে সব সময় মনে রাখতে হবে। বাইকের ইন্ডিকেটর সর্বদাই ত্রুটিহীন রাখতে হবে তা বৃষ্টি হোক বা নাই হোক। রাস্তায় বেরোলে যাতে ঠিকভাবে সব দেখা যায় তাই এই ইন্ডিকেটরগুলির কাজ করা প্রয়োজন। এছাড়া যদি বাইক কিংবা স্কুটারের ইন্ডিকেটর কোনো কারনে ভেঙে যায় বা বাল্ব ফিউজ হয়ে থাকে তাহলে অবশ্যই তা বদলানোর দরকার।

Advertisements