৪০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, চলতি সপ্তাহে দুর্যোগ এই সকল জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তীব্র তাপপ্রবাহের (Heatwave) পর রবিবার হঠাৎ ভোল বদলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া (Weather)। হঠাৎ ঝড় বৃষ্টি অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই দেয়। এর পাশাপাশি রাতভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মুখোমুখি হয় বেশ কিছু জেলা। ঝড় এবং বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। যদিও দক্ষিণবঙ্গে এখনই বর্ষার (Monsoon) আগমন হয়নি বলেও জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)। সুতরাং এখনই যে স্বস্তি মিলবে সেই গ্যারান্টিও নেই।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। তবে এর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

Advertisements

মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে হওয়া অফিসের তরফ থেকে। শুধু তাই নয়, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়। দুই জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলায় সোমবার এবং মঙ্গলবার অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পাঁচ জেলার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সুতরাং এই সকল জেলায় দুর্যোগ পিছু ছাড়বে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী পাঁচ দিন তাপমাত্রায় এমন হেরফের লক্ষ্য করা যাবে। তাপমাত্রায় এমন হেরফেরের ফলে আপাতত তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের।

Advertisements