Jio, Airtel, Vi, BSNL! কে দিচ্ছে সবচেয়ে সস্তায় বেশি সুবিধা! দেখে নিন পার্থক্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ ভারতীয় নাগরিকদের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল ফোন (Mobile Phone)। এই সকল গ্রাহকদের মোবাইল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেশের টেলিকম বাজারে ব্যবসা চালাচ্ছে মোট চারটি টেলিকম সংস্থা। যে চারটি টেলিকম সংস্থা হল Jio, Airtel, Vi, BSNL। প্রতিযোগিতার বাজারে জিও এবং এয়ারটেল অনেক এগিয়ে থাকলেও আপনার জেনে রাখা দরকার কোন টেলিকম সংস্থা সবচেয়ে সস্তায় আপনাকে পরিষেবা দিতে সক্ষম।

Advertisements

ভারতে যে চারটি টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে তার মধ্যে BSNL বাদে বাকি তিনটি বেসরকারি টেলিকম সংস্থা। যে কারণে এই তিনটি টেলিকম সংস্থার মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। সস্তায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি টেলিকম সংস্থা ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।

Advertisements

Jio : দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থা ১৫৫ টাকার রিচার্জ প্ল্যানে তাদের গ্রাহকদের ভারতের যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ দিয়ে থাকে। এছাড়াও রয়েছে মোট ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটা। ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর 64kbps স্পিডেও ইন্টারনেট করার সুযোগ পান গ্রাহকরা। এর ভ্যালিডিটি হলো ২৮ দিন।

Advertisements

Airtel : ১৫৫ টাকা রিচার্জ প্ল্যানে এয়ারটেল তাদের গ্রাহকদের দিচ্ছে ভারতের যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ। এর সঙ্গে রয়েছে ৩০০ টি এসএমএস এবং ১ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ২৪ দিন। ১ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট পরিষেবা বহন করতে হলে আলাদা করে রিচার্জ করতে হবে।

Vi : ১৫৫ টাকা রিচার্জ প্ল্যানে ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের দিচ্ছে ভারতের যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ। এর সঙ্গে রয়েছে ৩০০ টি এসএমএস এবং ১ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ২৪ দিন। ১ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট পরিষেবা বহন করতে হলে আলাদা করে রিচার্জ করতে হবে অথবা প্রতি এমবিতে কাটা হবে ৫০ পয়সা।

BSNL : অন্যান্য টেলিকম সংস্থা তুলনায় তুলনামূলক সংস্থা BSNL। কেননা তাদের ১৪৭ টাকার প্ল্যানে পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট 10GB ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

Advertisements