Government earn on tax: ট্যাক্স আদায় করে প্রতি মিনিটে কত টাকা কামায় সরকার! জানলে অবাক হবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How much does the government earn from direct taxes every minute: প্রতিবছর কর বাবদ সরকারের আয় (Government earn on tax) হয় বহু টাকা। জনগণকে প্রতি বছরই তাদের বকেয়া কর মেটাতে হয়, নাহলে একটা বিশাল পরিমাণ ফাইন প্রদান করতে হয় সাধারণ জনগণকে। এই বছর কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণ অর্থ কর বাবদ পেয়েছে। পরিমাণ জানলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না।

Advertisements

এই অর্থবর্ষের প্রায় ৮০ দিন পেরিয়ে গেছে। সরকারি কোষাগারে প্রত্যক্ষ কর বাবদ প্রচুর টাকা ঢুকেছে। চলতি অর্থবর্ষে প্রতি মিনিটে সরকার প্রত্যক্ষ কর থেকে যা আয় করেছে শুনলেই আপনি চমকে যাবেন। প্রত্যক্ষ করে থেকে প্রতি মিনিটে আয় (Government earn on tax) হয়েছে ৩.৩৮ কোটি টাকা। এই টাকার পরিমাণ গত অর্থবর্ষের থেকেও প্রায় ১১ শতাংশ বেশি।

Advertisements

দেশের অর্থ মন্ত্রক দাবি করেছে যে, সরকারের আয় গত অর্থবর্ষের তুলনায় বেড়েছে। অর্থ মন্ত্রক যেসব তথ্য দিয়েছে তা অনুযায়ী, কেন্দ্রীয় সরকার প্রত্যক্ষ কর বাবদ এখনও অবধি আয় করেছে ৩.৮ লক্ষ কোটি টাকা। এই আয়ের হিসাব কিন্তু ১৭ জুন পর্যন্ত। মাত্র ৭৮ দিনে এই অর্থবর্ষে এই পরিমাণ রোজগার হয়েছে। এই পরিমাণ আয় (Government earn on tax) কিন্তু গত অর্থবর্ষের তুলনায় ১১ শতাংশ বেশি। ভাবলে অবাক হবেন যে, প্রতি মিনিটে কোষাগারে ঢুকেছে ৩.৩৮ কোটি টাকা।

Advertisements

এবার যদি প্রশ্ন ওঠে অগ্রিম কর সংগ্রহের তাহলে চলতি আর্থিক বছরে ১ লক্ষ ১৬ হাজার ৭৭৬ লক্ষ কোটি টাকা ঢুকেছে (Government earn on tax) সরকাররে কোষাগারে এপ্রিল মাস থেকে ১৭ ই জুন পর্যন্ত। এই বিপুল অর্থের পরিমাণ কিন্তু গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৭০ শতাংশ বেশি। তাহলে সরকারের আয়ের হিসাব করলে দেখা যাবে তা অনেক গুণ বেড়ে গেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অবশ্য এই ব্যাপারে বলেছে যে, ১৭ জুন পর্যন্ত যা সংগ্রহ হয়েছে তার হিসাব হলো ৩ লক্ষ ৭৯ হাজার ৭৬০ কোটি টাকা। এই অর্থের মধ্যে ১ লক্ষ ৫৬ হাজার ৯৪৯ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স (CIT) আছে। এছাড়া এর সাথে যুক্ত আছে নিরাপত্তা লেনদেন কর (STT)। এর সাথে ব্যক্তিগত আয়কর সংগ্রহ করা হয়েছে প্রায় ২ লক্ষ ২২ হাজার ১৯৬ কোটি টাকা।

Advertisements