Live Location : ফোন নম্বর থেকে লাইভ লোকেশন পেতে চান! কিভাবে সম্ভব, দেখে নেওয়া যাক

Published on:

Advertisements

Live Location : ফোন নম্বর থেকে কি আপনি লাইভ লোকেশন খুঁজে পেতে চান? তাহলে এই কাজটি আপনাকে করতে হবে। এই উপায়ে ফোন নম্বর ধরে কারোর লাইভ লোকেশন খুঁজে পাওয়া সম্ভব। আপনি যাকে খুঁজছেন, তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানাতে সাহায্য করে লাইভ লোকেশন। কিন্তু আপনি কি চাইলেই কারোর লাইভ লোকেশন জানতে পারবেন? আসুন জেনে নি বিস্তারিতভাবে।

Advertisements

এটা ঠিক, যে ফোন নম্বর ধরে কোন ব্যক্তির লাইভ লোকেশন খুঁজে পাওয়া সম্ভব। তবে এই একসেস এখনো পর্যন্ত সাধারণ মানুষের হাতে নেই। তাই যে কেউ চাইলেই কারোর লাইভ লোকেশন জানতে পারবেন না। অনেক ক্ষেত্রেই কলার আইডি অ্যাপগুলি লোকেশন সম্পর্কে কিছু ধারনা দেয়। তবে তা লাইভ লোকেশন নয়। ওই ব্যক্তি কোন নেটওয়ার্ক ক্ষেত্রে রয়েছে, তা বুঝতে সাহায্য করে কলার আইডি অ্যাপগুলি।

Advertisements

তাহলে যে আকছার ফিল্মে, বিভিন্ন ক্রাইম থ্রিলারে দেখা যায় ফোন নম্বর ধরে গোয়েন্দারা নির্দিষ্ট ব্যক্তির লোকেশন খুঁজে পাচ্ছেন। একবিংশ শতাব্দীর উন্নত বিজ্ঞানের যুগে এটা সম্ভব। তার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের স্পাই অ্যাপ। যেখান থেকে ফোন নম্বর, ফোনের আইএমইআই নম্বর ইত্যাদি দিলে তার লোকেশন খুজে পাওয়া সম্ভব। মোবাইলটি সক্রিয় হলেই তার লাইভ লোকেশন পৌছই গোয়েন্দাদের কাছে। কিন্তু এই স্পাই অ্যাপগুলি ব্যবহার করার অনুমতি নেই সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ এই অ্যাপগুলি ব্যবহার করলে পড়তে পারেন আইনি ঝামেলায়।

Advertisements

যদিও ভারতের বুকে এমন কিছু অ্যাপ রয়েছে, যেগুলি দাবি করে তারা ফোন নম্বরের সূত্র ধরে লাইভ লোকেশন দিতে সক্ষম। কিন্তু এমনটা নয়। এই সমস্ত অ্যাপগুলি ব্যবহার করলে প্রতারিত হওয়ার ভয় রয়েছে। এই সমস্ত অ্যাপগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে। তাই এই ধরনের অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকাই ভাল।

তাহলে কি পুলিশ কর্মীরা ছাড়া কারোর পক্ষে কোনও ভাবেই কারোর লাইভ লোকেশন জানা সম্ভব নয়? সম্ভব। তবে যার লোকেশন জানতে চাইছেন, তার অনুমতি সাপেক্ষেই এটা সম্ভব। কারণ বর্তমানে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করার ফিচার রয়েছে। ফলে যার লোকেশন চাইছেন, তিনি যদি নিজের লাইভ লোকেশন আপনার সঙ্গে শেয়ার করেন, তাহলেই তার লাইভ লোকেশন আপনি দেখতে পারবেন।

Advertisements