নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে চারদিকে গজিয়ে উঠছে শপিং মল। শপিং মলের এই বাড়বাড়ন্তের কারণে ছোটখাটো ব্যবসায়ীদের নিজেদের ব্যবসায় টিকে থাকা এখন মুশকিল হয়ে পড়েছে। ছোটখাটো ব্যবসায়ীদের ব্যবসা চালানো কতটা মুশকিল হয়ে উঠেছে তা জানাতে গিয়ে ‘কত রঙ্গ দেখি দুনিয়ায়’-এর সুরে গান ধরলেন এক মুদি দোকানের মালিক। তার এই গান এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল (Viral Video)।
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই সিনেমার ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়/ ও ভাইরে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়।/আমি যেই দিকেতে চাই/দেখে অবাক বনে যাই…’ গানটির মধ্য দিয়ে বাস্তবের চিত্র তুলে ধরা হয়েছিল। দিন বদলালেও এই গানের জনপ্রিয়তা এখনো কমেনি এবং এখনো এই গান বাস্তবের চিত্রকেই তুলে ধরে। এই গানটিকেই এবার নিজের মতো করে কথা বললে গাইতে দেখা গেল ওই মুদি দোকানের মালিককে।
হীরক রাজার দেশে সিনেমায় এই গানটি এক প্রজা বেঁধেছিলেন রাজার অত্যাচারের বিরুদ্ধে। এমন একটি গান বাঁধার কারণে ওই প্রজাকে কারাদন্ড দেওয়া হয়েছিল। তবে এখন রাজতন্ত্র না থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে যেভাবে শপিংমল ইত্যাদি সমাজকে গ্রাস করছে তাতে রাজতন্ত্র আমলের প্রজাদের মতোই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে ছোটখাটো ব্যবসায়ীদের। এরই পরিপ্রেক্ষিতে ওই মুদি দোকানের মালিক, তার গানের মধ্যে তুলে ধরেছেন শপিংমলের গন্ধে কিভাবে মানুষ তাদের মত দোকান ছেড়ে শপিংমলে ছুটছেন।
হীরক রাজার দেশে সিনেমায় যেমন হীরক রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন প্রজারা, ঠিক সেই রকমই এবার শপিংমল সহ দেশের বড় বড় শিল্পপতিদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেভাবে ছোট ছোট ব্যবসায়ীদের গ্রাস করছে তার প্রতিবাদ জানাতে গিয়ে ওই ব্যবসায়ী এমন গান ধরেছেন। স্বাভাবিকভাবেই ওই ব্যবসায়ীর এমন প্রতিবাদী গান অনেকের মন কেড়েছে এবং তারা মনের আনন্দে এই গানটি শেয়ার করছেন।
'মুদির দোকান লাটে উঠে যায়', 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'-এর সুরে গান গেয়ে ভাইরাল বিক্রেতা pic.twitter.com/M7dK09NeH6
— BanglaXp Official (@BanglaXpBengali) June 22, 2023
জানা যাচ্ছে এই মুদি ব্যবসায়ী দক্ষিণ ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। তার নাম হলো বিপ্লব বসাক। তিনি এই প্রথম এইভাবে গান গাইলেন এমন নয়, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গান গেয়ে থাকেন এবং সেই সকল গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন।