ভুলে যান লক্ষ্মীর ভাণ্ডার! কেন্দ্রের এই প্রকল্পে হাজার হাজার টাকা দিচ্ছে সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্য এবং কেন্দ্র প্রতিটি সরকার নাগরিকদের উন্নয়নের জন্য নানান প্রকল্প চালু করে থাকে। এই সকল প্রকল্পের মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কেননা এই প্রকল্পে প্রতি মাসে পশ্চিমবঙ্গের মহিলারা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা পেয়ে থাকেন। তবে এই প্রকল্প ছাড়াও কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প রয়েছে যা বহু আগে থেকেই জনপ্রিয়।

Advertisements

কেন্দ্র সরকারের এমন প্রকল্পটির নাম হল বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samridhi Yojana)। ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন পর্ষদের তরফ থেকে ১৯৯৭ সালে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশের নাগরিকদের উন্নয়নের জন্য অর্থ প্রদান করা হয়ে থাকে। কন্যা সন্তানদের লালন পালনের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

Advertisements

এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মায়েরা তাদের কন্যা সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই ৫০০ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকেন। এর পাশাপাশি ওই কন্যা সন্তানের পঠন-পাঠনের জন্য প্রতিবছর স্কলারশিপ দেওয়া হয়। সঠিকভাবে জানলে এই প্রকল্পের হাত ধরেই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি হাজার হাজার টাকা সরকারের থেকে পেতে পারে।

Advertisements

এই প্রকল্পের আওতায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়া কন্যা সন্তানদের ৩০০ টাকা করে বার্ষিক স্কলারশিপ দেওয়া হয়। চতুর্থ শ্রেণীতে পাঠরত কন্যা সন্তানদের বার্ষিক ৫০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়। পঞ্চম শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা ৬০০ টাকা পেয়ে থাকে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য দেওয়া হয় ৭০০ টাকা। নবম এবং দশম শ্রেণীতে পাঠরত কন্যা সন্তানদের দেওয়া হয় বার্ষিক ১০০০ টাকা।

এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী যে এলাকার বাসিন্দা সেই এলাকার যে কোন অঙ্গনওয়াড়ি সেন্টার বা স্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। তারপর সেই আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করে, তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যুক্ত করে সেখানেই জমা দিতে হবে।

Advertisements