Seat upgrade: স্লিপার ক্লাসের টিকিট কেটে করতে পারবেন এসিতে ভ্রমণ, করতে হবে শুধু এই কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you do this at the time of ticket booking, travel in AC on sleeper ticket: ভারতীয় রেল বরাবর যাত্রী সুবিধার্থে অনেক ব্যবস্থা নিয়ে থাকে। এই প্রতিবেদনে এরকমই এক ব্যবস্থার কথা জানা যাবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে, আইআরসিটিসি বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অনলাইনে টিকিট বুক করার সময় একটি অটো ‘ক্লাস আপগ্রেডেশন’(Seat upgrade) অপশন অফার করে। এই পরিষেবার দ্বারা আপনি রেলওয়ে irctc.co.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে যদি সংরক্ষিত টিকিট করতে থাকেন তাহলে বিমানের মতোই সেটিকে ‘আপগ্রেড’ করতে পারবেন। ধরুন আপনি ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট কেটেছেন আপনার টিকিটটি এসি থার্ড ক্লাসে আপগ্রেড হয়ে যাবে।

Advertisements

স্বাভাবিকভাবেই ভারতীয় রেলে রয়েছে তিন ধরনের কোচ – জেনারেল, স্লিপার এবং এসি। এসির মধ্যে আবার ভাগ রয়েছে যেমন টু টায়ার, থ্রি টায়ার, ফার্স্ট ক্লাস। যাত্রীরা স্লিপার ক্লাস এবং এসি কোচে সংরক্ষিত টিকিট ছাড়া যাত্রা করতে পারেন না। কিন্তু জেনারেল টিকিট কেটে অসংরক্ষিত কোচে ভ্রমণ করা যায়। এমন অনেক সময় গেছে যে এসি কোচের টিকিট থাকা সত্ত্বেও স্লিপার কিছু প্রমাণ করতে হয়েছে। আইআরসিটিসি তরফ থেকে সিট আপগ্রেটেড (Seat upgrade)করার সুবিধা রয়েছে যাত্রীদের জন্য।

Advertisements

আপনি জানলে আশ্চর্য হবেন যে, রেলওয়ে অটো আপগ্রেডেশন সার্ভিসের জন্য আপনাকে কোনও বাড়তি টাকা দিতে হবে না। এই বাড়তি সুবিধার মাধ্যমে যদি আপনি IRCTC ওয়েবসাইট থেকে থার্ড এসির টিকিট কেটে থাকেন, তাহলে আপনার টিকিট সেকেন্ড এসি-তে আপগ্রেড (Seat upgrade) করা হতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কোচে যদি অতিরিক্ত বার্থ থাকে তবেই তা আপডেট করা সম্ভব।

Advertisements

বিভিন্ন সময় দেখা যায় যে ফার্স্ট এসি ও সেকেন্ড এসি-তে অনেক সিট খালি থাকে। আসলে এগুলির ভাড়া অনেক বেশি তাই বেশিরভাগ সিট বুকিং হয় না। যত সিট খালি থাকবে ততই রেল কর্তৃপক্ষের ক্ষতি হবে। তাই যদি থার্ড এসি থেকে এই আসনে যাত্রীদের টিকিট আপগ্রেড(Seat upgrade)করা হয়। এইভাবে থার্ড এসিতে যেসব যাত্রীদের টিকিট ওয়েটিং এ থাকে তাদের উন্নত যাত্রার সুযোগ দিতে পারে রেল। ফলে যাত্রীরা সুবিধাও লাভ করে এবং রেলও লাভবান হয়।

আবার অন্যদিকে আপনার আসন আপগ্রেড হওয়ার পর যদি আপনি টিকিট বাতিল করেন, তাহলে আপনি প্রথমে যে ক্লাসের টিকিট কেটেছিলেন সেই অনুযায়ী টাকা ফেরত পাবেন। ধরুন, আপনি থার্ড এসি-র টিকিট কাটার পর সেকেন্ড এসিতে আপনার টিকিটই আপগ্রেড করানো হয়েছে। তারপর কোন কারনে যদি টিকিট বাতিল করেন। তাহলে কিন্তু আপনি যখন টাকা ফেরত পাবেন সেটি থার্ড এসির অনুযায়ী পাবেন।

Advertisements