পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট গড়ে বিরাট পরিবর্তন! একসঙ্গে ৩০ জনকে বহিষ্কার করলো দল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) শাসক দল তৃণমূল বীরভূমের প্রায় সব কটি গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। পাঁচ বছর পর ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন দিক দিয়ে পরিবর্তন এসেছে। এবার বিরোধীরা বীরভূমের বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে সক্ষম হয়েছেন। এর থেকেও বড় কথা হলো এবার পঞ্চায়েত নির্বাচন হচ্ছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুপস্থিতিতে। তবে অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকলেও ভোটের আগে ইতিমধ্যেই এক হাজারের বেশি বিভিন্ন আসনে জয়লাভ করেছে তৃণমূল।

Advertisements

এসবের মধ্যেই রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে বিরাট এক সিদ্ধান্ত নিতে দেখা গেল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দলের তরফ থেকে আনা হলো বিরাট পরিবর্তন। এদিন সকালবেলায় সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৩০ জন নেতাকর্মীকে বহিষ্কার করার ঘোষণা করা হলো। বহিষ্কৃত হওয়া এই সকল তৃণমূল নেতাকর্মীরা বীরভূমের ৬ ব্লকের বাসিন্দা।

Advertisements

৩০ জন তৃণমূল নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করার কারণ হিসাবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, দলের নির্দেশ মতো তারা বিভিন্ন জায়গায় নিজেদের মনোনীত প্রার্থীদের পঞ্চায়েত ভোটের মনোনয়ন দিয়েছেন। কিন্তু দলের এই নির্দেশ অমান্য করে এই সকল তৃণমূল নেতা কর্মীরা দলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা জানালেও তারা তা করেননি। তাই দল বিরোধী কার্যকলাপের জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হলো।

Advertisements

যে সকল তৃণমূল নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে ১৯ জন রয়েছেন খয়রাশোল ব্লকের। এই ১৯ জন হলেন বন্দনা দাস, লক্ষীকান্ত ভান্ডারী, অনুদায় বাউরী, শাহিনা খাতুন, শেখ শামসের আলী, টুম্পা চৌধুরী, মন্দিরা নন্দী, সনজিৎ দাস, টুকুরানি মন্ডল, তীর্থ চৌধুরী, উজ্জ্বল মণ্ডল, মনিমালা ডোম, সুবোধ বাউরী, রাজেশ শেখ, এনামুল মন্ডল, শিউলি অঙ্কুর, তাপস চৌধুরী, আবুল হোসেন এবং কিসমত খান।

মুরারই এক নম্বর ব্লকের রয়েছেন ৭ জন। তারা হলেন রুপালি বিবি, মহঃ শাহ আলম, অনুপ মাল, মতিউর রহমান, মহঃ জামালউদ্দিন, গোলাম আইনুদ্দিন, জসীমউদ্দীন শেখ। অন্যদিকে একজন করে রয়েছেন সিউড়ি ১ নম্বর, রাজনগর, রামপুরহাট দুই এবং দুবরাজপুর ব্লক থেকে। বহিষ্কৃত হওয়া এই সকল তৃণমূল নেতাকর্মীরা হলেন, বিপুল কুমার দাস, বামাপদ ঘোষ, সাথী সরকার এবং রিনা বিবি।

Advertisements