Check vacant seat: চলন্ত ট্রেনে কোথায় রয়েছে আপনার ফাঁকা সিট! জেনে নেওয়া যাবে এই পদ্ধতিতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

New system of railways, you can know which seat is empty in the moving train: ভারতীয় রেল হল দেশের হৃদপিণ্ড। রেলব্যবস্থা বরাবরই যাত্রীদের সুবিধার জন্য নানারকম পদক্ষেপ নিয়ে থাকে। এইবার তাদের নতুন পদক্ষেপ হলো চলন্ত ট্রেনেই যাত্রীরা জানতে পারবেন কোন বগিতে কোন সিট ফাঁকা আছে (Check vacant seat)। পুজোর ছুটি কিংবা গরমের ছুটি সব ছুটিতেই মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন। তাই টিকিট পাওয়া মুশকিল হয়ে যায় এই সময়। অনেক সময় ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে হয় যাত্রীদের। আর একটা খালি সিটের জন্য দ্বারস্থ হতে হয় টিটির। কিন্তু এখন আর মানুষের কোন রকম ভোগান্তি হবেনা। রেলের উদ্যোগে চলন্ত ট্রেনে যাত্রীরা জানতে পারবেন কোন বগিতে কোন সিটটি ফাঁকা রয়েছে।

Advertisements

প্রথমেই আপনাকে জানতে হবে কিভাবে দেখা যাবে এই খালি সিট? বিভিন্ন লোকের ধারণা যে একবার ট্রেনের চার্ট তৈরি হয়ে গেলে সেটার আর পরিবর্তন সম্ভব নয়। সেই জন্যই তারা ওয়েটিং টিকিট নিয়েই ট্রেনের যাত্রা শুরু করে এবং একটি খালি সিট পেতে টিটির দ্বারস্থ হয়। কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই রেলের নয়া ফিচার, এই ফিচার এর মাধ্যমে আপনি জানতে পারবেন ট্রেনের এসি কিংবা স্লিপার কোন বগিতে কটা সিট খালি আছে (Check vacant seat)।

Advertisements

কিভাবে বুক করবেন এই সিট? প্রথমেই আপনাকে ট্রেনের খালি সিট দেখার জন্য আইআরসিটিসি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এখানে নিউ চার্ট ভ্যাকেন্সি ফিচারটিতে যেতে হবে। এই অপশনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে, চলন্ত ট্রেনে কোন বগিতে কোন সিট খালি আছে (Check vacant seat)।

Advertisements

প্রথমেই জানতে হবে যে আপনি কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন? আপনাকে প্লে স্টোর থেকে IRCTC অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি খুলে গেলে ট্রেন আইকনে ক্লিক করুন। তারপর ক্লিক করতে হবে ‘chart vacancy’-র উপরে। তারপর আপনাকে ট্রেনের নাম এবং নাম্বারের মতো তথ্যগুলো দিতে হবে। এরপর আপনাকে বোর্ডিং স্টেশন সিলেক্ট করতে হবে, তখনই মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন ট্রেনের কোন বগিতে কোন সিট খালি আছে (Check vacant seat)।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনাদের টিকিট বুকিংয়ের সময় অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ট্রেনের কোন বগিতে কোন সিট ফাঁকা আছে সেটি জানতে শুধুমাত্র দরকার হবে ট্রেনের নাম এবং নাম্বার। সম্প্রতি IRCTC অ্যাপ যাত্রীদের সুবিধার জন্য খাবার বুক করা থেকে শুরু করে নানারকম সুবিধা প্রদান করছে। এইসব সুবিধার মধ্যেই নতুন সংযোজন হলো চলন্ত ট্রেনে ফাঁকা সিট খুঁজে পাওয়া।

Advertisements