নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আনা হয়েছে। এই সকল প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan)। এই প্রকল্পের অংশ হিসাবে যে সকল কৃষকরা রয়েছেন তারা বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু হওয়ার পর এখনো পর্যন্ত ১৩ টি কিস্তি কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। ১৪তম কিস্তি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তবে এই ১৪তম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার আগেই আরও একটি সুখবর দেওয়া হল এবং সেই সুখবর অনুযায়ী কৃষকরা প্রতিমাসে ৩০০০ টাকা করে পেতে পারেন। কেন্দ্রের এই বড় সিদ্ধান্তে দেশের কোটি কোটি কৃষক উপকৃত হবেন।
কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা এমন আর্থিক সহযোগিতা করা হবে মূলত প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার (PM Kisan Mandhan Yojana) আওতায়। এই টাকা সরাসরি কৃষকদের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কেন্দ্র সরকারের এমন প্রকল্পে যারা নাম নথিভূক্ত করতে চান তাদের আলাদা করে একটি ফর্ম পূরণ করতে হবে। এই প্রকল্পের জন্য যে প্রিমিয়াম লাগে তা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা থেকে কেটে নেওয়া হবে।
এই প্রকল্প মূলত পেনশন হিসেবে কৃষকদের দেওয়া হয়। এই প্রকল্পে নাম নথিভূক্ত থাকার জন্য দেশের চাষীদের মাসে ৫৫ থেকে ২০০ টাকা অবদান হিসাবে রাখতে হয়। এরপর যখন ওই কৃষকের বয়স ৬০ বছরে পৌঁছে যায় তখনই তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হয়। প্রতিমাসে তিন হাজার টাকা করে পাওয়া মানে ভবিষ্যৎ নিয়ে অনেকটাই নিশ্চয়তা মেলে।
এই প্রকল্পের নাম নথিভূক্ত করার ক্ষেত্রে আগ্রহীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। যে বয়সে এই প্রকল্পের নাম নথিভূক্ত করা হচ্ছে তার ওপর ভিত্তি করে প্রিমিয়াম হয়ে থাকে। তবে যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রয়েছেন তাদের আলাদা করে একটি ফর্ম ফিলাপ করলেই হবে। যাদের নাম নেই তারাও অংশগ্রহণ করতে পারবেন তবে তাদের এই প্রিমিয়ামের টাকা আলাদা করে কাটাতে হবে।