Tata Tiago EV: তেল ছাড়াই কামাল! Tata Tiago EV গতিতে ১০ গোল দিচ্ছে এই ১০ গাড়িকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

The car will run without oil, beating the world’s top ten cars: ভারতে বিক্রি হওয়া গাড়ির সংস্থাগুলির মধ্যে থেকে অন্যতম হলো টাটা মোটরস। এই সংস্থার মালিক হলেন রতন টাটা। ব্যবসায়িক বুদ্ধিতে তাঁর সমকক্ষ হাতে গোনা খুব কমজনই রয়েছে। সম্প্রতি টাটা মোটরসের সব থেকে কম দামি ইলেকট্রিক গাড়ি নামিদামি সংস্থার গাড়িগুলিকে পিছনে ফেলে দিয়েছে। বর্তমান সময়ে জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের কারণে সাধারণ মানুষ বিকল্প ব্যবস্থা খুঁজে চলেছেন। তার মধ্যে অন্যতম হলো ইলেকট্রিক ৪ চাকা গাড়ি। এই গাড়িগুলি বর্তমানে আলোচনার মধ্যমণি হয়ে উঠেছে। সেই একই কারণে ভারতীয় বাজারে নিজেদের আধিপত্য আরও জোরদার করতে টাটা মোটরস গত বছর লঞ্চ করেছে তিয়াগো ইভি (Tata Tiago EV)।।

Advertisements

এই গাড়ির প্রারম্ভিক দাম ১২ লাখ ৪ হাজার টাকা। এই একই দামে আপনারা এক শোরুমের টপ স্পেক ভেরিয়েন্ট পেয়ে যাবেন। ভারতীয় বাজারে এই ইলেকট্রিক গাড়ির দাম খুবই কম। আর এর পারফরম্যান্সও দুর্দান্ত। এই গাড়ির তিনটি ভার্সন রয়েছে। যথা- পেট্রোল, ইলেকট্রিক ও সিএনজি। আপনারা নিজেদের পছন্দমত ভার্সান কিনতে পারবেন।

Advertisements

সম্প্রতি ইলেকট্রিক গাড়িগুলির গতি পরীক্ষার একটি টেস্ট আয়োজন করা হয়েছিল। এই টেস্টে ১০ টি গাড়িকে পিছনে ফেলে তিয়াগো ইভি (Tata Tiago EV) এগিয়ে গেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক গাড়িগুলির গতি এত বেশি হয় কেন? আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ইলেকট্রিক গাড়ি গুলিতে RPM তৈরি করার কোন প্রয়োজনই থাকে না। শুধুমাত্র ব্যাটারি ও ইলেকট্রিক মোটর সক্রিয় করলেই হয়। মূলত এই কারণেই জ্বালানি চালিত গাড়িগুলির তুলনায় ইলেকট্রিক গাড়ির গতি বেশি হয়।

Advertisements

টাটা মোটরসের তিয়াগো ইভি (Tata Tiago EV) তে ২ ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। যথা ১৯.২ কে ডব্লিউ এইচ ও ২৪ কে ডব্লিউ এইচ। সম্পূর্ণ চার্জে এই গাড়ি যথাক্রমে চলতে পারে ২৫০ কিলোমিটার ও ৩১৫ কিলোমিটার। পূর্বে উল্লেখিত ইলেকট্রিক গাড়ির গতি পরীক্ষার টেস্টে কোন্ গাড়ি ০ থেকে ১০০ কিলোমিটার গতি পরীক্ষা করতে কত সময় নিয়েছে তা এবার আপনাদের বলব-

TATA ALTROSE DCA ১৮.২৫ সেকেন্ড
CITROEN EC3 ১৬.৩৬ সেকেন্ড
MARUTI CELERIO AMT ১৫.৭৭ সেকেন্ড
TATA TIAGO PETROL MT ১৫.২৯ সেকেন্ড
MAHINDRA BOLERO NEO ১৫.১৩ সেকেন্ড
CITROEN C3 ১৪.৩২ সেকেন্ড
TOYOTA INNOVA CRYSTA ১৪.১১ সেকেন্ড
MARUTI GRAND VITARA AWD ১৩.৯৯ সেকেন্ড
MARUTI XL 6 AT ১৩.৬৭ সেকেন্ড
TOYOTA GLANZA MT ১৩.৫৪ সেকেন্ড
TATA TIAGO EV ১৩.৪৩ সেকেন্ড।

Advertisements