Kanika Tekriwal: আম্বানিও ফেল! দুরারোগ্যে আক্রান্ত হয়েও ব্যবসায় ৩৩ বছরে ৪২০ কোটির মালিক এই যুবতী

Prosun Kanti Das

Published on:

Advertisements

The 33-year-old sky queen Kanika Tekriwal has brought success in the business of Luxury airplane: ভারতের ধনী ব্যক্তিদের কথা ভাবলে প্রথমেই মনে পড়ে টাটা, বিড়লা ও আম্বানিদের নাম। কিন্তু কে এই ব্যক্তি যার কাছে রয়েছে নিজস্ব প্রমোদ বিমান? এমনকি তা ভাড়াও দেন তিনি। তার কাছে রয়েছে দেশের সবথেকে বিলাসবহুল প্রমোদ বিমান। তিনি আর কেউ নন বর্তমানে ভারতের অন্যতম সফল ব্যবসায়ী কণিকা টেকরিওয়াল (Kanika Tekriwal)। যার মোট সম্পত্তির কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য। বর্তমানে এই ৩৩ বছর বয়সী ব্যবসায়ী ৪২০ কোটি টাকার মালিক। ব্যবসা শুরু করেছেন মাত্র কয়েক বছর কিন্তু তাতে কি? নিজেকে প্রমাণ করে একজন সফল মহিলা ব্যবসায়ী হিসাবে আজ তিনি জনপ্রিয়।

Advertisements

আসুন জেনে নিই কে এই কণিকা টেকরিওয়াল (Kanika Tekriwal)? কণিকার জন্ম হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে। সাফল্যের প্রতিযোগিতায় আজ তিনি অনেক দূর এগিয়ে গেছেন। নিজের পড়াশোনা কোনো আইআইটি কিংবা আইআইএম থেকে করেননি তিনি। সাধারণ একটি কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন কণিকা এবং আজ তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে গেছেন। কণিকা আসলে একজন বেসরকারি ভ্রমণ সংস্থার মালিক। এই সংস্থার মাধ্যমেই আজ তিনি জীবনে এত বড় সাফল্য পেয়েছেন এবং নিজেকে গড়ে তুলতে পেরেছেন সফল ব্যবসায়ী হিসেবে।

Advertisements

মাত্র ২২ বছর বয়সে ২০১২ সালে এই ভ্রমণ সংস্থাটি প্রতিষ্ঠা করেন কনিকা (Kanika Tekriwal)। এমনকি তার এই স্টার্টআপ কোম্পানি ঘুরতে যাওয়ার জন্য প্রমোদ বিমান অর্থাৎ চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টার ভাড়া দেয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কণিকার সংস্থার কাছে মোট ১০টি এমন বিলাসবহুল চার্টার্ড বিমান রয়েছে। জানলে অবাক হবেন যে, এটি ভারতের প্রথম ভ্রমণ সংস্থা যারা ঘুরতে যাওয়ার জন্য প্রমোদ বিমান ভাড়া দেয়। এমন বহু ধনী ব্যক্তি আছেন যারা বিদেশে ঘুরতে যাওয়ার জন্য এই বিমান ভাড়া নেন। কণিকার এই ভ্রমণ সংস্থা ভারতের প্রমোদ বিমানযাত্রায় এককথায় ‘বিপ্লব’ এনেছে।

Advertisements

সাফল্যের এই যাত্রাপথ কণিকার (Kanika Tekriwal) জন্য মোটেই সহজ ছিল না। খুব অল্প বয়সেই তার শরীরে দানা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। তবে বর্তমানে ক্যান্সারকে জয় করে তিনি সম্পূর্ণ সুস্থ। ভোপালের এক মারওয়ারি পরিবারের মেয়ে তিনি। পড়াশোনা শেষ করেছেন ভোপালের জওহরলাল নেহরু সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে। লন্ডনের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ে তিনি নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। একটু সাক্ষাৎকারে কণিকা জানিয়েছিলেন যে, চার্টার্ড বিমান নিয়ে কাজ করার ইচ্ছা তার বহুদিনের। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য তার এই চিন্তাভাবনা কার্যকরী হয়ে উঠতে পারেনি। তবে তিনি নিজেকে ভাগ্যবতী বলেছেন এটাই ভেবে যে তার সুস্থ হওয়ার আগে এই পরিকল্পনা অন্য কারোর মাথায় আসেনি।

কণিকা হায়দরাবাদের ব্যবসায়ী পি শরৎচন্দ্র রেড্ডিকে বিয়ে করেছেন। এছাড়া একজন ব্যবসায়ী হিসাবে সাফল্য পাবার পর থেকে দেশে-বিদেশে একাধিক পুরস্কার এবং স্বীকৃতিও পেয়েছেন। ভারতীয় উদ্যোগপতি মহলে তিনি পরিচিত ‘দ্য স্কাই কুইন’ নামে। নিজের দক্ষতার জেরে কেন্দ্রীয় সরকার প্রদত্ত জাতীয় উদ্যোক্তা পুরস্কার, ন্যাশনাল অন্ট্রোপেনিয়রশিপ অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ইয়ং গ্লোবাল লিডার’ পুরস্কার-সহ বহু পুরস্কার এবং সম্মান জিতেছেন।

Advertisements