Motorcycle seat colour: মোটর বাইকের সিটের রঙ কেন কালোই হয়! গ্যারেজ মেকানিকরাও জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the reasons of the motorcycle seat colour is always black: বর্তমানে বেশিরভাগ মানুষের কাছেই রয়েছে মোটরসাইকেল। এছাড়া বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের মোটরসাইকেল অনেকেই আশা করি চড়েছেন। মোটরসাইকেল করে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। মোটরসাইকেল চড়তে গেলে অবশ্যই খেয়াল করেছেন তার সিটের রং কিন্তু হয় কালো। ধূসর কিংবা বাদামী রঙের সিট (Motorcycle seat colour) থাকলেও কালোর সংখ্যা কিন্তু সবথেকে বেশি। আসলে কেন এমনটা হয়? প্রতিবেদনটিতে সেটাই আলোচনা করা হবে।

Advertisements

মোটরসাইকেল থাকলেই তার সম্পর্কে যে সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে সেটা বাধ্যতামূলক নয়। বহু অজানা তথ্য আশা করি অনেকেই জানেনা। এবার জেনে নিতে হবে মোটরসাইকেলের সিটের রং কালো (Motorcycle seat colour) কেন? এর পেছনে আবার রয়েছে বহু কারণ। চলুন তাহলে সেগুলি আলোচনা করা যাক।

Advertisements

সাধারণত নানারকম পরিস্থিতিতে বাইক চালাতে হয়, যায় ফলে বাইকের সিটে ধুলো–বালি এসে জমে। তবে সিটের রং যদি কালো হয় তাই ধুলোবালিকে অনেক বেশি ঢেকে রাখতে সাহায্য করে। বাইরের পরিবেশে কালো রঙের উপর ধুলোবালি পড়লে অতটা খারাপ দেখায় না। সেই কারণে বাইক কিংবা স্কুটারের সিটগুলো কালো রঙের (Motorcycle seat colour) হয়। এছাড়া ধরা হয় যে কালো সব থেকে আকর্ষণীয় রং। যা সহজেই দর্শকদের নজর কাড়ে। সেই কারণে বাইক কিংবা স্কুটারের সিটের রং কালো হয়ে থাকে।

Advertisements

কালো রং যেমন অন্যান্য রঙের থেকে আকর্ষণীয়। তেমনি তা অন্যান্য যে কোন রঙের সঙ্গে যথেষ্টই মানানসই। তাই বাইকের রং এর সঙ্গে মিল রেখে সিটের রঙ যদি কালো কিংবা ধূসর রাখা হয় (Motorcycle seat colour) তাহলে তা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। অন্যান্য জিনিসের রং এর ক্ষেত্রে মানুষ নানারকম তর্ক বিতর্ক করে, কিন্তু বাইকের ক্ষেত্রে বা স্কুটারের ক্ষেত্রে তা মানানসই হয় না।

আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো সবারই অজানা। বাইক কিংবা স্কুটারের প্রচলন প্রথম শুরু হয় ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে। এখানকার দেশগুলিতে স্বাভাবিকভাবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে। তাই সিট গরম রাখার জন্য কালো রংয়ের জুড়ি মেলা ভার। বিশেষত সেই কারণে দুই চাকার গাড়ির সিটের রং কালো হয়ে থাকে। এই সিট কিন্তু গরম শোষণ করতে কার্যকরী। অনেকে বলেন যে প্রথমে বাইসাইকেলের সিটের রং কালো ছিল এবং সেখান থেকেই মোটরসাইকেলের সিটের রং কালো করার প্রবণতা দেখা দেয়।

Advertisements