নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) শাসক দল তৃণমূল রাজ্যের অধিকাংশ পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। তবে পাঁচ বছর পর এই ক্ষেত্রে চেহেরায় অনেক বদল এসেছে। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিপুল সংখ্যক আসনে জিতলেও বিরোধীরাও বিপুল সংখ্যক আসনে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমন পরিস্থিতিতে সি ভোটার (C Voter) একটি সমীক্ষা করে জানিয়ে দিল জেলা পরিষদে কোন জেলায় কতগুলি আসন পেতে পারে কোন রাজনৈতিক দল।
দক্ষিণ ২৪ পরগনা : ৮৫ টি জেলা পরিষদের আসনের মধ্যে ৫৭ থেকে ৬৭ টি পেতে পারে তৃণমূল। ১৪ থেকে ২০টি পেতে পারে বিজেপি এবং বাম কংগ্রেস ও আইএসএফ মিলিয়ে পেতে পারে ৩ থেকে ৭টি।
জলপাইগুড়ি : ২৪টি আসনের মধ্যে ১০ থেকে ১৪টি পেতে পারে তৃণমূল। ৯ থেকে ১৩ টি পেতে পারে বিজেপি। সর্বোচ্চ দুটি আসন পেতে পারে বাম ও কংগ্রেস।
মুর্শিদাবাদ : ৭৮ টি আসনের মধ্যে ৩০ থেকে ৪০ টি আসন পেতে পারে তৃণমূল এবং ৩৩ থেকে ৪৩ টি আসন পেতে পারে কংগ্রেস ও বাম। ২ থেকে ৬টি আসন পেতে পারে বিজেপি।
দক্ষিণ দিনাজপুর : ২১ টি আসনের মধ্যে ১১ থেকে ১৫ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির দখলে যেতে পারে ৫ থেকে ৯টি আসন এবং সর্বোচ্চ দুটি আসন পেতে পারে বাম ও কংগ্রেস।
বীরভূম : অনুব্রতহীন বীরভূমে ৫২ টি আসনের মধ্যে ৩৩ থেকে ৪৩ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮ থেকে ১৪ টি আসন। বাম ও কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ ৪টি।
কোচবিহার : ৩৪ টি আসনের মধ্যে ১৫ থেকে ১৯ টি পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ১৩ থেকে ১৯ টি। একটি আসন পেতে পারে কংগ্রেস ও বাম জোট।
পুরুলিয়া : ৪৫ টি আসনের মধ্যে ২৩ থেকে ৩৩ টি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে তৃণমূলের। ৫ থেকে ১১ টি আসন পেতে পারে বিজেপি এবং ৫-৯টি আসন পেতে পারে বাম কংগ্রেস।
পশ্চিম মেদিনীপুর : ৬০টির মধ্যে ৩২ থেকে ৪২ টি আসন পেতে পারে তৃণমূল। ১৮ থেকে ২৪টি পেতে পারে বিজেপি এবং সর্বোচ্চ ৪টি আসন পেতে পারে বাম কংগ্রেস।
হুগলি : ৫৩ টি আসনের মধ্যে ৩৭ থেকে ৪৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং ৬ থেকে ১২ টি আসন পেতে পারে বিজেপি। বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সর্বোচ্চ ৩টি।
বাকি অন্যান্য জেলার সমীক্ষার খুব তাড়াতাড়ি আসছে….