Vikash and Saanvi Malu’s luxury cars collection will make the Tata-Ambani stand out: বিলাসবহুল গাড়ি কার না পছন্দের তাও যদি হয় ১০০ টি, তাহলে তো কথাই নেই। ভাবতে পারেন একটা দুটো নয় মত ১০০ টি গাড়ির কালেকশন আছে তার কাছে (Luxury cars collection)। যার মধ্যে বেশিরভাগই হলো নামিদামি স্পোর্টস কার। বিলাসবহুল জীবনযাপন করতে চাইলে তার মতই করা উচিত। গাড়িগুলি যে শুধু দামি তাই নয় সবকটিতে রয়েছে ভিআইপি নম্বর। যা পেতে খরচ করতে হয়েছে লাখ লাখ টাকা। ভাবছেন আম্বানি কিংবা টাটা? একদমই নয় উনি হলেন বিকাস মালু। যিনি মাল্টি-বিলিয়ন কোম্পানি কুবের গ্রেনস অ্যান্ড স্পাইসেস প্রাইভেট লিমিটেডের পরিচালক।
গোটা দেশে এমন গাড়ির কালেকশন আর কারো নেই। যখন অভিনেতা সতিশ কৌশিকের মৃত্যু হয় তখন এনার নাম খবরের শিরোনামে উঠে এসেছিল। সম্প্রতি এই ব্যবসায়ীর গ্যারাজে যাবার সুযোগ পান এক জনপ্রিয় ইউটিউবার। সেখানে গিয়ে তাঁর নামী দামি গাড়ি দেখানোর সুযোগ পান তিনি। বিকাশ মালুর গ্যারাজে রয়েছে ১০০ টির বেশী বিলাসবহুল গাড়ি (Luxury cars collection)। শুধুমাত্র বিলাসবহুল গাড়ি আছে তাই নয় তার সাথে আছে একাধিক স্পোর্টস কারও। তার অন্যতম কালেকশন হলো ল্যাম্বর্ঘিনি উরুস। এটি একটি SUV গাড়ি। গাড়িটির পারফরম্যান্স এবং কমফোর্ট দুই ক্ষেত্রেই অসাধারণ। এটি বাদেও আছে কোটি টাকার বেন্টলে কন্টিনেন্টাল জিটি। কোম্পানি ১০০ বছর পূরণ করাতে গাড়িটি লঞ্চ করেছিল বেন্টলে।
ভারতের তাবড় তাবড় শিল্পপতি এবং তারকাদের পিছনে ফেলেছেন নিজের গাড়ির কালেকশন দিয়ে (Luxury cars collection)। একটা কথা না বললেই নয়, এই ব্যবসায়ীর কালেকশনে থাকা আরও একটি দুর্ধর্ষ গাড়ি যায় নাম হলো ল্যাম্বর্ঘিনি হুরাকান STO। গাড়িটির বাজারে দাম হলো ৪.৯৯ কোটি টাকা (এক্স-শোরুম)। সত্যি ভারতে আর কারো এমন গাড়ির কালেকশন আছে কিনা সন্দেহ।
জানলে অবাক হবেন যে, ল্যাম্বর্ঘিনি ছাড়াও বিকাশ মালুর সংগ্রহে রয়েছে বেন্টলে ফ্লাইং স্পার, মার্সিডিজ-মেব্যাক, টয়োটা তুন্দ্রা পিকআপ ট্রাক, ফোর্ড মাসটাং, রোলস রয়েস ফ্যান্টম, যা কিনা বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি (Luxury cars collection)। সূত্র মারফত জানা গেছে যে, বিকাশ মালুর দুবাইয়ে ব্যবসা রয়েছে এবং সেই জায়গায় তিনি একাধিক বিলাসবহুল রোলস রয়েস গাড়ির মালিক। সবথেকে অবাক করা কাণ্ড হলো প্রায় সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন প্লেটে নম্বর কিন্তু 9। 9 হলো তার প্রিয় নম্বর। তার সব বিলাসবহুল গাড়িকে সুরক্ষা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছেন নিরাপত্তারক্ষীর দল।
সম্প্রতি একটি ঘটনা সবাইকে চমকে দিয়েছে এবং যার মাধ্যমে খবরের শিরোনামে এসে গেছে এই ব্যবসায়ী। সংবাদমাধ্যমে এই নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁর স্ত্রী সানভি মালু অভিযোগ করেন, বিকাশ অভিনেতা সতিশ কৌশিকের মৃত্যুর সঙ্গে জড়িত। অভিনেতার কাছ থেকে ১৫ কোটি টাকা নিয়ে তা ফেরত দেননি তিনি। স্ত্রী সানভি মালু অভিনেতার অস্বাভাবিক মৃত্যু নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন।