Hanuman eating fuchka: গপাগপ গিলছে ফুচকা, হনুমানের এই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

The video of Hanuman eating fuchka has gone viral on social media: মুখরোচক খাবার হিসাবে বেশ জনপ্রিয় হল ফুচকা। যা পরিচিত অন্যান্য অনেক নামে, যেমন গোলগাপ্পা, পানিপুরি, বাতাসা ইত্যাদি। খাদ্যরসিকদের কাছে স্বর্গীয় স্বাদের অনুভূতি মানেই মুচমুচে ফুচকার মধ্যে আলুমাখা আর টক জল। ভালো সময় হোক কিংবা খারাপ ফুচকা সব মুহূর্তেই মানুষের প্রিয় খাবার। এমন কোন মানুষ নেই যিনি ফুচকা পছন্দ করেন না। কিন্তু শুধুমাত্র মানুষই নয় আজকাল হনুমানেরাও দোকানে গিয়ে দিব্যি ফুচকা খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও (Hanuman eating fuchka)।

Advertisements

সম্প্রতি এমনই একটা ভিডিও নজর কেড়েছে গোটা সোশ্যাল মিডিয়ার। মানুষের প্রিয় মুখরোচক খাবার ফুচকাকে নিয়ে ভাইরাল (Hanuman eating fuchka) হয়েছে এক মজার ভিডিও। যে ভিডিও দেখে আপনার হাসি থামবে না। ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে গুজরাটের। মানুষের পাশাপাশি ফুচকা আজকাল হনুমানেরও প্রিয় খাবার হয়ে উঠেছে।

Advertisements

মোদির রাজ্যের টানকারা জেলার এই ভিডিওটি নেটিজেনদের কাছে বেশ মজার খোরাক হিসেবে পরিণত হয়েছে। দোকানে গিয়ে রীতিমতো আয়েশ করে ফুচকা খাচ্ছে হনুমান বাবাজি। অনেকে আবার মন্তব্য করেছেন যে ফুচকা খেয়েছে তো কি হয়েছে? ফুচকা হয়তো তার ভালো লেগেছে সেই জন্য সে খেয়েছে। তবে এই ছড়িয়ে পড়া ভিডিও (Hanuman eating fuchka) দেখে উন্মাদনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Advertisements

এবার জানতে হবে কিভাবে ফুচকা খাচ্ছিল হনুমানটি? ভাইরাল হওয়া ভিডিওতে (Hanuman eating fuchka) দেখা যাচ্ছে যে, একটি ফুচকার দোকানের সামনে বেশ কয়েকজন ক্রেতার ভিড় জমেছে আর তার মাঝখানে আচমকাই লাফ দিয়ে সেখানে হাজির হয় এক হনুমান। হনুমানটি এসে আগে ফুচকাওয়ালার ঠেলাগাড়িতে চেপে বসে। তাকে এক প্লেট ফুচকা এগিয়ে দেয় ফুচকা বিক্রেতা, এমনকি ফুচকাটি খেয়ে ফেলে হনুমানটি।

হনুমানটি সবাইকে তাক লাগিয়ে একের পর এক ফুচকা খেতে শুরু করে। ফুচকা খেতে তার যে ভালোই লাগছে সেটা সে হাবে ভাবেই বুঝিয়ে দেয়। হনুমানটির এই কাণ্ডকারখানাতে ফুচকার দোকানের আশেপাশে বেশ ভিড় জমে যায়। লোকজনের ভিড়কে আদৌ সে পাত্তা দেয়নি, একের পর এক ফুচকা নিমিষেই শেষ করে দেয় বীর হনুমান। তবে বীর হনুমান মোট কটা ফুচকা খেয়েছে তার কোনো হিসাব নেই।

Advertisements