নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্প রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা বা ১০০০ টাকা করে দিয়ে থাকে। এই প্রকল্প ছাড়াও স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) এবং অন্যান্য আরও বেশ কিছু সরকারি প্রকল্প দেশ জনপ্রিয়। তবে সেই সকল প্রকল্পকে এবার ছাপিয়ে দিচ্ছে রাজ্য সরকারের আরও একটি প্রকল্প।
রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি নতুন যে প্রকল্পটি আনা হয়েছে সেই প্রকল্পের মধ্য দিয়ে ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্প সন্তানদের পড়াশুনোর দায়িত্ব নেয়। চিকিৎসা ক্ষেত্রেও আলাদাভাবে আর্থিক সাহায্যের জন্য ৬০ হাজার টাকা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে।
প্রকল্পের সুযোগ সুবিধা হিসাবেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana
)। এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন শ্রেণীবিভাগ না থাকলেও শ্রমিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মী সহ অন্যান্য শ্রমিক হিসাবে কাজ করছেন তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে শ্রমিকদের বিভিন্নভাবে সরকারি সুবিধা দেওয়া হয়। সন্তানদের পড়াশুনোর জন্য আলাদা করে খরচ দেওয়া হয়ে থাকে, চিকিৎসার জন্য আলাদা করে ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ দেওয়া হয়, এছাড়াও আধুনিক কাজের প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। এমন প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তার বয়স হতে হবে ১৮ থেকে ৬০। এছাড়াও পারিবারিক মাসিক রোজগার ৬৫ হাজার টাকার বেশি হলে চলবে না। আবেদন করা যাবে wblabour.gov.in ওয়েবসাইটে।
এই প্রকল্পের আওতায় পরিবারের সর্বাধিক দুই সন্তানের শিক্ষার জন্য সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। একাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবেন চার হাজার টাকা, দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবেন পাঁচ হাজার টাকা, আইটিআই পড়ুয়া হলে পাবেন ছয় হাজার টাকা, স্নাতক স্তরের পড়ুয়ারা পাবেন ছয় হাজার টাকা, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা, পলিটেকনিক পড়ুয়া হলে পাবেন ১০ হাজার টাকা, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে পাবেন ৩০ হাজার টাকা। এই টাকা বছর বছর দেওয়া হয়।
এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় থাকা কোন ব্যক্তির পরিবারের কোনো সদস্য দুর্ঘটনায় আহত হলে ১০ হাজার টাকা পাবেন। কেউ অসুস্থ হয়ে পড়লে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় ২০ হাজার টাকা দেওয়া হয়। আবার অপারেশন সংক্রান্ত কোনো চিকিৎসার জন্য বছরে ৬০ হাজার টাকা দেওয়া হয়। আবার কেউ স্বাভাবিকভাবে মারা গেলে তার পরিবারের সদস্যদের দেওয়া হয় ৬০ হাজার টাকা। দুর্ঘটনায় মৃত্যু হলে দেওয়া হয় ২ লক্ষ টাকা। আবার যদি কেউ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন অথবা দুটি হাত-পা কর্ম ক্ষমতা হারালেও দেওয়া হয় ২ লক্ষ টাকা।