Five places of Uttarakhand: বর্ষাকালে বেড়াতে যেতে চান! ভুলেও যাবেন না এই ৫ জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do not go to these five tourist places in Uttarakhand during monsoons: ইতিমধ্যেই ভারতে বর্ষা প্রবেশ করেছে। আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে চলবে বর্ষাকাল। এই সময় ভারতবর্ষের প্রতিটা জায়গা বর্ষার ছোঁয়ায় যেন নতুন রূপে সেজে উঠবে। শহরাঞ্চলের থেকেও পাহাড়ে বৃষ্টির সৌন্দর্য আরো ভালোভাবে পরিলক্ষিত হয়, প্রকৃতি যেন এক অপরূপ সাজে নিজেকে তুলে ধরে। অ্যাডভেঞ্চার পছন্দ করা লোকেরা বর্ষাকালে পাহাড়কেই বেছে নেয় ঘোরার জন্য। ভারতের উত্তরাখণ্ডে বিভিন্ন হিল স্টেশন (Five places of Uttarakhand) রয়েছে যা ঘোরার জন্য সত্যিই আদর্শ। কিন্তু জেনে নিতে হবে বর্ষাকালে সেখানে যাওয়া আদৌ সুরক্ষিত কিনা।

Advertisements

উত্তরাখণ্ডের হিলস্টেশনগুলির মধ্যে মুসৌরি (Five places of Uttarakhand) অন্যতম। বর্ষায় মুসৌরি এক অপরূপ সাজে সেজে ওঠে, তাই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এই সময় এখানে অনেকেই আসেন। একমাত্র যারা প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে বর্ষায় পাহাড়ের রহস্যটা আসলে কি? তবে বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে এখানে আসা সুরক্ষিত নয়। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার হওয়ার জন্য বহু স্থানীয় লোক নিজেদের ছুটি কাটানোর জন্য এখানে আসেন। এখানে অবশ্যই ভ্রমণ করতে আসুন কিন্তু বর্ষাকাল বাদে।

Advertisements

উত্তরাখণ্ডের মধ্যে সব থেকে অপূর্ব, দর্শনীয় এবং জনপ্রিয় জায়গা (Five places of Uttarakhand) হল নৈনিতাল। নৈনিতাল থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় সহজেই পৌঁছে যেতে পারবেন। হানিমুন করতে আসা পর্যটকদের থেকে শুরু করে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি প্রেমীরা সবাই ভারতের লেক সিটিতে যান। এখানে দেখার মত বিভিন্ন বিস্ময়কর জিনিস রয়েছে। তবে বর্ষাকালে আসতে চাইলে সেই প্ল্যান বাতিল করাই ভালো। কারণ বর্ষার সময় পাহাড়ে ল্যান্ড স্লাইডের সমস্যা পর্যটকদের বিপদে ফেলতে পারে।

Advertisements

স্থানীয় লোকেরা এই জায়গাটিকে “রাণীর দেশ” বলে, এর সবথেকে বড় কারণ হলো উত্তরাখণ্ডের হিলস্টেশনগুলির (Five places of Uttarakhand) মধ্যে এটিও উল্লেখযোগ্য এবং অপূর্ব সুন্দর একটি জায়গা। এটি অবস্থিত আলমোড়া জেলায় এবং এখানকার কুমায়ুন অঞ্চলের জলপ্রপাতগুলি বর্ষাকালে হয়ে ওঠে রহস্যময়ী। রানীক্ষেত গেলে আপনি এই মৌসুমে দেখতে পাবেন নানারকম বিদেশি গাছ। এখানে পর্যটকদের ভিড় তুলনামূলক কম তাই সবাই শান্তিতে ঘোরাঘুরি করতে পারে। কিন্তু বর্ষাকালটি এড়িয়ে চলাই ভালো।

আপনি যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য ল্যান্সডাউন অন্যতম সেরা জায়গা। বর্ষাকালে এই জায়গা যেন স্বর্গের মতো সেজে ওঠে। এই হিল স্টেশনে রয়েছে বিভিন্ন রকম আশ্চর্যজনক আকর্ষণ এবং মজা করার জন্য অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি অপশন। তবে পর্যটকদের জন্য বর্ষাকালটা এড়িয়ে চলাই শ্রেয়।

Advertisements