Chanakya neeti for success: এই দু’ধরণের মানুষ জীবনেও সফল হতে পারেন না! বলেছেন চাণক্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

According to chanakya neeti these type people never succeed: প্রাচীন ভারতে বহু দার্শনিক ও মনীষীদের সমাগম ঘটেছিল, সবাই ছিল যে যার ক্ষেত্রে অন্যতম। কিন্তু আপনি যদি একজন ব্যক্তির মধ্যে রাজনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদের বৈশিষ্ট্য খুঁজে তাহলে আপনার একমাত্র চাণক্যর নামই মাথায় আসবে। চানক্য ছিলেন মৌর্য্য সম্রাট ‘চন্দ্রগুপ্ত মৌর্য্য’ ও তার পুত্র ‘বিন্দুসারের’ প্রধানমন্ত্রী। ইতিহাসে তাকে ‘কৌটিল্য’ বা ‘চানক্যসেন বিষ্ণুগুপ্ত’ নামেও ডাকা হয়ে থাকে। চাণক্য ছিলেন ‘অর্থশাস্ত্র’ নামক এক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থের রচয়িতা। এই অর্থশাস্ত্রের মাধ্যমে তিনি ভারতের অর্থনীতি এবং রাজনৈতিক সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে গেছেন। তার পরামর্শ (Chanakya neeti for success) অনুযায়ী চললে জীবনের সাফল্য অনিবার্য।

Advertisements

চাণক্যর নীতি (Chanakya neeti for success) যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই জীবনে সাফল্য পাবেন এবং সব রকম সমস্যা থেকে পাবেন মুক্তি। কিন্তু আজকে এই প্রতিবেদনে জানবো চাণক্য নীতি অনুসারে কোন দুটি গুণ থাকলে মানুষ জীবনে কখনোই সাফল্য পেতে পারেন না। কেন এমনটা বলা হয়েছে? সেটাই বিস্তারিত জেনে নেব এই প্রতিবেদনে।

Advertisements

দুটি খারাপ গুণের মধ্যে প্রথমটি হল অগোছালো কাজ। অর্থনীতিবিদ চাণক্যর নীতি (Chanakya neeti for success) অনুসারে, যেসব মানুষেরা জীবনে কোন কিছু চিন্তাভাবনা না করে কাজ করেন, তারা কখনো সাফল্য পান না জীবনে। জীবনে যদি সফলতা চান তাহলে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। সেই লক্ষ্যকে স্থির রেখে যদি কাজ করেন তাহলে কখনোই অসফল হবেন না। আগপিছ চিন্তাভাবনা না করে যারা কাজ করেন তারাই জীবনে মুশকিলে পড়েন।

Advertisements

আচার্য চাণক্য বলেছেন যে, যারা জীবনে অনর্থক চিন্তা করেন তারা কখনোই ভবিষ্যতে সফল হতে পারেন না। এই ধরনের মানুষেরা নিজেদের মনে নানারকম চিন্তাভাবনা করেন কিন্তু তা সফল করতে পারেন না। জীবনে সফল হতে গেলে চিন্তাভাবনাও হতে হবে বাস্তবসম্মত। তাই চাণক্যর পরামর্শ (Chanakya neeti for success) অবশ্যই মেনে চলা উচিত।

তাই জীবনে যদি সফলতা চান চাণক্যের পরামর্শ অবশ্যই মেনে চলুন। অগোছালো কাজ এবং অনর্থক চিন্তাভাবনা জীবনকে সফলতা দেয় না। জীবন তখনই মধুর হবে যখন তাকে সঠিক পদ্ধতিতে চালনা করা হবে। অসফলতা ও ব্যর্থতা জীবনে থাকবে কিন্তু তার মধ্যে দিয়ে সঠিক পথটি বেছে নেওয়াই হলো জীবনের মূল লক্ষ্য।

Advertisements