নিজস্ব প্রতিবেদন : সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Vote) আর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচার নিয়ে উঠে পড়ে নেমেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন প্রচারে কোথাও কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না ঠিক সেই রকমই ফাঁকফোকর রাখতে চাইছে না শাসক দল তৃণমূলও। পঞ্চায়েত ভোটে ঠিক সেই রকমই সোমবার একটি সভা ছিল বীরভূমের দুবরাজপুর ব্লকে।
যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি তা পারেননি মূলত দুদিন আগের কপ্টার দুর্ঘটনার ফলে। দুর্ঘটনার পর সোমবার তিনি দুবরাজপুরের এই সভা সাড়েন ভার্চুয়ালি। যেখানে বক্তব্য রাখার সময় তিনি খোলসা করে দেন কেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আটকে রাখা হয়েছে অর্থাৎ জেলবন্দি রাখা হয়েছে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুবরাজপুরের সভায় উপস্থিত থাকতে না পারলেও ফিরহাদ হাকিমের ফোনে সভায় উপস্থিত কর্মী সমর্থকদের সামনে নিজের বক্তব্য পেশ করেন। যেখানে তিনি দাবি করেন, যাতে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসটা করতে না পারে তার জন্যই তাকে আটকে রাখা হয়েছে। এমনকি তিনি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান, যদি অনুব্রত মণ্ডল কোনরকম অন্যায় করে থাকে তাহলে আদালতে তা প্রমাণ করুক। এইভাবে আটকে রেখেছে শুধুমাত্র যাতে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, “কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”
এর পাশাপাশি দিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছে আর বিজেপির দেখা মিলে সেই সময়ই যখন ভোট আসে। তার কথা অনুযায়ী ভোটের আগে কেউ কেউ এসে টাকা আর মদ দেবে। কিন্তু তারপর আর দেখা মিলবে না। এর পাশাপাশি তিনি দাবি করেন, গ্যাসের দাম, জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে গেলেও কোন সুরাহা নেই।