Vande bharat project: দেশের ২৩ রুটে চলছে বন্দে ভারত! দেখে নিন পুরো তালিকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

বন্দে ভারত সর্বপ্রথম ২০১৯ সালে ভারতের রাজধানী দিল্লি থেকে বেনারসি পর্যন্ত চালু হয়েছিল। বলা যেতে পারে বন্দে ভারতকে নরেন্দ্র মোদির স্বপ্নের ট্রেন। উন্নত মানের যাত্রী সচ্ছন্দ এবং হাই স্পিড এর এই ট্রেনটি গোটা দেশের প্রায় ২৩ টি রুটে চলবে এমনটাই জানা গিয়েছে। চলতি বছরে আরো নতুন পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করবেন আমাদের প্রধানমন্ত্রী এমনই এক ঘোষণা করা হয়েছে।
রানি কমলাপতি (ভোপাল) – জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস, হাতিয়া – পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, ধারওয়াদ – বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, খাজুরাহো – ভোপাল – ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেস, এবং গোয়া – মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস এই পাঁচটি নতুন রুটে চালু হবে। চলুন জেনে নেওয়া যাক বন্দে ভারত প্রজেক্ট (vande bharat project) সম্পর্কে বিস্তারিত।

Advertisements

১. বিশাখাপত্তনম – সেকেন্দ্রাবাদ ভারত বন্দে ভারত এক্সপ্রেস:
বন্দে ভারত প্রজেক্ট (vande bharat project) এর প্রথম এই বন্দে ভারত এক্সপ্রেসটি ৬৯৮ কিলোমিটার পাড়ি দেয় মাত্র ৮ ঘণ্টায়। যাত্রাপথে যে সমস্ত স্টেশনে স্টপেজ দেবে এই এক্সপ্রেসটি সেগুলি হল রাজমুন্দ্রি, বিজয়ওয়াড়া, খাম্মাম এবং ওয়ারাঙ্গল।

Advertisements

২.দিল্লি – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস:
ভারতের সর্বপ্রথম এই ট্রেনটি চালু হয়েছিল দিল্লি কানপুর এলাহাবাদ বারাণসী রুটে। কানপুর এবং প্রয়াগরাজ এই দুই স্টেশনেই কেবলমাত্র এর স্টপেজ দেয়। সপ্তাহের পাঁচ দিন এই ট্রেনটি যাত্রা করে সোম এবং বৃহস্পতি ছাড়া।

Advertisements

৩.বিলাসপুর – নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস:
ছত্রিশগড়ের বিলাসপুর থেকে নাগপুর পর্যন্ত যাত্রা করবে এই বন্দে ভারত এক্সপ্রেসটি। তার যাত্রা পথে যে চারটি স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল রাজনান্দগাঁও, রায়পুর, দুর্গ এবং গোন্দিয়া।

৪. নয়াদিল্লি – শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস:
সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন এই এক্সপ্রেসটি দিল্লি স্টেশন থেকে মাতা বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প কাটরা পর্যন্ত যাত্রা করে।

৫.নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস:
হাওড়া – নিউ জলপাইগুড় ও নিউ জলপাইগুড়ি – হাওড়া রুটে বুধবার বাদে সপ্তাহের ছয় দিন এই ট্রেনটি যাত্রা করেন। মাত্র ৭ ঘন্টা ৩০ মিনিট সময় নিয়ে গন্তব্যে পৌঁছে দেয় ট্রেনটি।

৬. নয়াদিল্লি – হিমাচল প্রদেশের আম্ব আন্দাউরা বন্দে ভারত এক্সপ্রেস:
দিল্লি স্টেশন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস টি প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় পৌঁছে যায় আম্ব আন্দাউরাতে।আম্বালা ক্যান্ট জংশন, চণ্ডীগড় জংশন, আনন্দপুর সাহেব এবং উনা হিমাচল এই ট্রেনটির স্টপেজ স্টেশন।

৭.মুম্বই সেন্ট্রাল – গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস:
মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে মাত্র ৬ ঘন্টা ২৫ মিনিট সময়ের মধ্যে গান্ধীনগর পৌঁছে যায় এই বন্দে ভারত এক্সপ্রেসটি।

৮.চেন্নাই – মাইসোর বন্দে ভারত এক্সপ্রেস:
এই বন্দে ভারত এক্সপ্রেসটি সবথেকে বিলাসবহুল এক্সপ্রেস হিসাবে সুপরিচিত।

৯.মুম্বই-শিরডি বন্দে ভারত এক্সপ্রেস:
ছাত্রপতি শিবাজী টার্মিনাল থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসটি ছেড়ে চার ঘন্টার কিছু বেশি সময় সাইনগর শিরডি টার্মিনাসে পৌঁছে যায়।

১০.দিল্লির হযরত নিজামুদ্দিন – ভোপালের রানি কমলাপতি স্টেশন বন্দে ভারত এক্সপ্রেস :
সাত ঘন্টা ৪৫মিনিট সময় এই এক্সপ্রেস টি ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে।

১১.মুম্বই – সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস
ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস টি ৬ ঘন্টা ৩৫ মিনিটে সোলাপুর পৌঁছায়।

১২.সেকেন্দ্রাবাদ – তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস:
৮ ঘন্টা ৩৫ মিনিট সময়ের মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেস টি প্রায় ৬৬২ কিলোমিটার পথ অতিক্রম করে।

১৩.আজমের-দিল্লি ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস
এই এক্সপ্রেস টি বিশ্বের সর্বপ্রথম আধা উচ্চগতির যাত্রীবাহী ট্রেন। ৪৫৪ কিলোমিটার পথ মাত্র পাঁচ ঘন্টা ১৫ মিনিট সময় অতিক্রম করে।

১৪.এমজিআর চেন্নাই সেন্ট্রাল – কোয়ম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেস:
৬ ঘন্টার একটু বেশি সময় চেন্নাই সেন্ট্রাল থেকে এই এক্সপ্রেস টি ছেড়ে তার গন্তব্য কোয়েম্বাটোরে পৌঁছায়।

১৫.হাওড়া – পুরী বন্দে ভারত এক্সপ্রেস :
গত মে মাসে উড়িষ্যায় সর্বপ্রথম চালু হয় এই বন্দে ভারত এক্সপ্রেসটি। ট্রেনটি ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র ৬ ঘন্টা ৪০ মিনিটে।

১৬.কাসারগোদ-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস:
চলতি বছরেই কেরালায় প্রথম চালু হয় এই বন্দে ভারত এক্সপ্রেসটি। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই ট্রেনটি তার যাত্রা সম্পূর্ন করে।

১৭.নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস
পূর্ব ভারতে এটি সব প্রথম বন্দে ভারত যেটি গত মাসে চালু হয়েছে। ৪০৯ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায়।

১৮.আনন্দ বিহার টার্মিনাল – দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস
এই এক্সপ্রেসটি উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত যেটি গত মে মাসে চালু হয়েছে। উক্ত ট্রেনটি ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে চার ঘন্টা ৪৫ মিনিটে।

১৯. পাটনা – রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস
মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ হিসাবে দ্বিতীয় প্রজন্মের এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে তার যাত্রা পথে।

২০.মুম্বাই সিএসএমটি – গোয়া বন্দে ভারত এক্সপ্রেস
গোয়ায় সর্বপ্রথম সেমি হাই স্পিড এর এই এক্সপ্রেস টি ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে ছেড়ে গোয়ার মাদগাঁও পর্যন্ত যাতায়াত করবে।

২১.ইন্দোর – ভোপাল বন্দে ভারত এক্সপ্রেস :
মধ্যপ্রদেশের তৃতীয় সেমি হাই স্পিড এর এই ট্রেনটি তার যাত্রা শুরু করবে অতি শীঘ্রই।

২২.কেএসআর বেঙ্গালুরু – ধারওয়াদ বন্দে ভারত এক্সপ্রেস
এই এক্সপ্রেস টি মেক ইন ইন্ডিয়া দ্বিতীয় প্রজন্মের মিনি বন্দে ভারত হিসাবে তার যাত্রা শুরু করবে।

২৩.রানি কমলাপতি – জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস:
সেমি হাইস্পিডের এই ট্রেনটি ১৩০ কিলোমিটার বেগে তার যাত্রা পথ অতিক্রম করবে বন্দে ভারত প্রজেক্ট (vande bharat project) অনুযায়ী।

Advertisements