IAS Chawala: ২০০ টাকার চা, রয়েছে কলা আর সবেদা! ভিড় বাড়ছে IAS চাওয়ালার দোকানে

Prosun Kanti Das

Published on:

Advertisements

You have to spend 200 rupees to have fruit tea of IAS chawala: সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষের বিভিন্ন রকম প্রতিভা দেখা যায়। নেট দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে। খাবার নিয়ে নানারকম অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায়। সম্প্রতি কলকাতাতে দেখা গেছে হরেক রকম ফুচকা। কখনো বানানো হচ্ছে থাম্বস আপ দিয়ে ফুচকা আবার কখনো বানানো হচ্ছে ফুচকার চপ। এরই মধ্যে যদি শোনেন ফলের চা তাহলে তো নিশ্চয়ই অবাক হবেন। ঘটনাটি একেবারে মিথ্যে নয়, সত্যিই একজন তৈরি করছেন ফল দিয়ে চা। তিনি আর কেউ নন, তিনি IAS চাওয়ালা (IAS Chawala)।

Advertisements

সারা দেশ জুড়ে খাবার নিয়ে নানারকম পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। কখনো বানানো হচ্ছে ডেয়ারী মিল্ক ক্যাডবেরি দিয়ে পকোড়া, আবার কখনো বানানো হচ্ছে মিরিন্ডা দিয়ে ম্যাগি ও ডিমের অমলেট। এইসব উদ্ভট খাবারের মধ্যেই একজন ব্যক্তি তৈরি করে ফেলেছেন ফল দিয়ে চা (Fruit tea)। এই চা বানানো দেখে আপনি নিশ্চয়ই বিরক্ত হবেন কিন্তু ব্যক্তিটি প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বানিয়ে ফেলছেন এই খাবারটি।

Advertisements

তিনি যে ‘ফলের চা’ তৈরি করছেন তাতে কি কি উপকরণ লাগছে? সাধারণত চা যেভাবে তৈরি হয় ঠিক সেরকমই পদ্ধতিতে তিনি চা তৈরি করছেন। প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে তা ভালোভাবে ফোটানোর পর তাতে ঢেলে দিচ্ছেন চা পাতা। চা এবং দুধ ভালো ভাবে ফুটে গেলে তার ওপর মিশিয়ে দিচ্ছেন কলা ও সবেদা। নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন চা! এটি হল আইএস চাওয়ালার (IAS Chawala) ফলের চা।

Advertisements

আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কলা ও সবেদা মেশানো চা খেতে কি রকম হবে? কেমন হবে এই চায়ের গন্ধ? কিন্তু ভাবলে আশ্চর্য হয়ে যাবেন যে, সকাল থেকে বহু মানুষ এই চা খেতে ভিড় জমিয়েছেন। তার থেকেও অবাক করা ঘটনাটি হল কলা ও সবেদা মিশ্রিত এই চায়ের দাম ২০০ টাকা। এই চায়ে এমন কি আছে যার জন্য সাধারন মানুষ ২০০ টাকা খরচা করে খেতে যাচ্ছে?

তবে এখনো অবধি এই চা খেয়েছেন এমন মানুষের সাথে কথা বলা যায়নি। @HasnaZarooriHai নামক একটি পেজ থেকে টুইটারে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি ভিউজ পেয়েছে প্রায় 150k। যদিও IAS চা ওয়ালার (IAS Chawala) এমন চা বানানোর ভিডিও দেখার পর সাধারন মানুষ রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন। ভিডিওটি দেখার পরে একজন তো বলেই ফেলেছেন যে, এই জঘন্য চা খেতে কেন ২০০ টাকা খরচ করতে হবে?

Advertisements