World’s strangest car without wheels and doors, which is also short in height: উন্নত সমাজের সাথে সাথে অটোমোবাইলের দুনিয়া মানুষকে অবাক করে দিয়েছে তার নিত্যনতুন আবিষ্কারের মধ্য দিয়ে। বর্তমানে গাড়ির এত রকম ফের সত্যি ভাবা যায় না। বিভিন্ন মডেলের গাড়ি আজকাল বাজারে দেখা যায় এমনকি বিভিন্ন ফিচারস আছে সেইসব গাড়িতে। গাড়ির নিত্যনতুন মডেল দেখে এবং শক্তিশালী ইঞ্জিনের পরিস্থিতি দেখে অনেক মানুষ সামর্থ্য না থাকলেও গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করে। এমন অনেক মানুষই আছে যারা অনন্য লুক, ডিজ়াইন ও শক্তিশালী ইঞ্জিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বিভিন্ন ধরনের নামি দামি গাড়ির কথা শুনলেও আপনারা কি কখনো বিশ্বের সবথেকে নিচু গাড়ির কথা শুনেছেন? যার না আছে চাকা, না আছে দরজা (Car without wheels)।
সম্প্রতি নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ‘বিশ্বের সবথেকে নিচু গাড়ি’টিকে। সেই অদ্ভুত গাড়ি দেখে অবাক না হয়ে পারবেন না। যাতে না আছে কোনও চাকা, এমনকি গাড়িতে কোনও দরজাও নেই। সব থেকে অবাক করা কাণ্ড হলো সেই চাকাবিহীন গাড়ি (Car without wheels) কেউ একজন চালিয়ে নিয়ে যাচ্ছেন ভেতরে বসে।
ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটারে, সেখানে দেখা গেছে বিশ্বের সবথেকে নিচু গাড়িটিকে। সবার মনে একটাই প্রশ্ন কিভাবে একটি গাড়ি চাকা ছাড়া চলতে পারে? এমনকি তাতে নেই কোন দরজা, মানুষ কিভাবে ঢুকছে বেরোচ্ছে সেই গাড়ি থেকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে, গাড়িটির সিয়ান টপ দেখা যাচ্ছে যার জানলা রয়েছে এবং সামনের বনেটের ফ্ল্যাপ রাস্তায় ছুটছে। চাকা ছাড়া (Car without wheels) গাড়িটিকে দেখতেও লাগছে বেশ অদ্ভুত। জনগণের মধ্যে গাড়িটিকে দেখে রীতিমত হাসির জোয়ার দেখা দিয়েছে। টুইটারে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এটি পৃথিবীর সবথেকে নিচু গাড়ি।
এই মাসের ২৬ তারিখ ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটারে এবং ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়াতে। ভিডিওটি ভিউস পেয়েছে প্রায় এক মিলিয়ন এর কাছাকাছি। গাড়িটি (Car without wheels) নিয়ে সব মানুষের মনে হাজার প্রশ্ন, সেটাই ফুটে উঠেছে নানারকম কমেন্ট এর মধ্য দিয়ে। নেট দুনিয়াতে একেক জন ব্যক্তি একেকরকম মন্তব্য করে ভরিয়ে দিয়েছেন।
The lowest car in the world
[? carmagheddon (IT): https://t.co/9z0IrZySua]pic.twitter.com/AvExqIFJnA
— Massimo (@Rainmaker1973) June 25, 2023
এবার আসা যাক আসল প্রশ্নে, এই অদ্ভুত গাড়িটির স্রষ্টা কে? ইতালির অটোমোবাইল ইনফ্লুয়েন্সার, যারা Caramagheddon নামক একটি ইউটিউব চ্যানেল চালায় তারাই এই অদ্ভুত প্রকৃতির গাড়ি তৈরি করেছেন। এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পারবেন নানারকম মডিফাইড গাড়ি। আসলে একটি ভাঙা গাড়িকে মডিফাই করে তৈরি করেছেন বিশ্বের সবথেকে নিচু গাড়িটি। প্রথমে ভাঙা গাড়িটিতে একটি বৈদ্যুতিক রোবো ইনস্টল করে তারপর একটি কাঠের বোর্ডে স্থাপন করা হয়। গাড়ির মাথার ওপর রয়েছে GoPro, যেটা গাড়িটি চলার পথে কোন বাধা পেলে তা দেখতে সাহায্য করবে।