কীভাবে হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ রক্ষা করেছিলেন, অভিজ্ঞতা শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবাই জানেন গত সপ্তাহের মঙ্গলবার জলপাইগুড়ি থেকে নির্বাচনী প্রচার ছেড়ে ফেরার পথে কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়ংকর ভাবে কাঁদতে শুরু করেছিল তার হেলিকপ্টারটি। দুর্ঘটনা এড়াতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়। সেদিনের সেই পরিস্থিতি কেমন ছিল সেই অভিজ্ঞতা এবার শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই পুরো ঘটনার বিবরণ দেন। তিনি বিবরণ দিয়ে জানান, সেদিন ঠিক কি ঘটেছিল আর কিভাবে তিনি রক্ষা পেয়েছেন। তার কথা অনুযায়ী আর ৩০ সেকেন্ড দেরী হলেই সবকিছু শেষ হয়ে যেত। এর পাশাপাশি এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য পাইলটদের উপস্থিত বুদ্ধির প্রশংসাও করেছেন তিনি।

Advertisements

বেসরকারি ওই চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, “আর ৩০ সেকেন্ড যদি সময় নিত তাহলে হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে যেত। ওই যে অতটা হাইট থেকে লাফিয়েছি জোরে! কেননা না লাফালে উপায় ছিল না। ওই জাম্পটা দেওয়ার ফলে আমার হাঁটুতে ডাক্তাররা যা বলছেন হাঁটুটা কিছুটা ক্ষতি হয়েছে এবং অনেক কিছু ছিঁড়ে গিয়েছে, লিগামেন্টে লেগেছে।”

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্ঘটনার পর তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়িতে রয়েছেন। তবে বাড়ি থেকেও নির্বাচনী প্রচার সাড়ছেন ভার্চুয়ালি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় চোট লাগা এবং বাড়িতে বসে যাওয়াকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। বিরোধীদের সেই সকল কটাক্ষের পাল্টা হিসাবে বেসরকারি ওই টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে তাদের এক হাত নেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “তারপর কত কথা বলছে। বলছে আমরা নাকি ওখানে জল খাবার খেয়েছি। আপনি তো নিজে সাথে (সাংবাদিক) ছিলেন। আমি কোনদিন জলখাবার খাইনি। ওরা ভদ্রতার খাতিরে এক কাপ চা দিয়েছিলেন বলে।”

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, “উনারা বারবার অনুরোধ করার কারণে এক কাপ ব্লাক-টি খাওয়া হয়েছিল আর আধখানা বিস্কুট খাওয়া হয়েছিল। আর এটা নিয়ে যারা নানান রকম টোন টিটকারি করছেন তাদের বলব, কখনো কোনো কিছু ছোট করে দেখতে নেই। আজ আমার হয়েছে, কাল অন্য কারো হতে পারে।”

Advertisements