Highway speed limit: জাতীয় সড়কে গাড়ি চালান! স্পিড নিয়ে কেন্দ্রের এই নিয়ম জানেন তো! না জানলে মুশকিল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about highway speed as per central guidelines: হাইওয়ে হলো এমন একটি জায়গা যেখানে জোরে গাড়ি চালাতে সবাই ভালোবাসে, কিন্তু গাড়ির স্পিড বাড়িয়ে জোরে চালালেই নানারকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মানুষকে। মজা করতে গিয়ে শেষ পর্যন্ত সাজা ভুগতে হয়। গাড়ি ও বাইক চালকদের অবশ্যই গতি কমিয়ে হাইওয়েতে গাড়ি চালানো উচিত। একবার যদি কোন গাড়ি নিজের গতির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলেই ঘটে যাবে চরম দুর্ঘটনা। সেই কারণে সরকার প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা স্পিড লিমিট (Highway speed limit) নির্দিষ্ট করেছেন।

Advertisements

বাড়ি থেকে বেরোনোর সময় মাথায় একটা কথাই থাকে কত তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানো যেতে পারে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে জীবনে চরম বিপর্যয় ডেকে নিয়ে আসে। গাড়ির গতি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মানুষ যখন উদাসীন থাকে তখনই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যেই গাড়ি চালান না কেন আপনাকে অবশ্যই নির্দিষ্ট স্পীড লিমিট (Highway speed limit) মেনে চলতে হবে। গাড়ি চালানোর আগে অবশ্যই দেখে নিতে হবে সরকারের থেকে নির্দিষ্ট করার স্পিড লিমিট।

Advertisements

আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই বহু এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে রাস্তায় থ্রি হুইলার এবং কোয়াড্রিসাইকেল যাতায়াত করে। সবার জন্যই বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট স্পিড লিমিট (Highway speed limit)। যাতে কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় তার জন্য থ্রি হুইলারের ক্ষেত্রে স্পিড লিমিট রয়েছে ঘন্টা প্রতি ৫০ কিলোমিটার। এছাড়া কোয়াড্রিসাইকেলের জন্য ৪ লেন ও ডিভাইডার সহ রাস্তার সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে ৬০ কিমি প্রতি ঘণ্টা। অন্য রাস্তার ক্ষেত্রে এর গতি ৫০ কিমি প্রতি ঘণ্টা। ভারত সরকারের নতুন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে এই যানবাহন গুলি। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, এই যানবাহনগুলি ৩.৬ মিটারের বেশি হতে পারবে না। ৮০০ সিসির কম হতে হবে ইঞ্জিন এবং ওজন হতে হবে ৪৭৫ কেজির মধ্যে।

Advertisements

M2 এবং M3 ক্যাটাগরির যানবাহন হলো 9 সিট অথবা তার বেশি যাত্রীবাহী গাড়িগুলি। মাথায় রাখতে হবে হাইওয়েতে এই গাড়িগুলোর সর্বোচ্চ গতি হবে ১০০ কিমি প্রতি ঘণ্টা এবং ৪ লেন ও ডিভাইডার সহ রাস্তাগুলিতে (Highway speed limit) সর্বোচ্চ গতি হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার এর বেশি গতি তোলা যাবে না মিউনিসিপাল এলাকাতে। তবে দুই চাকার ক্ষেত্রে স্পিড লিমিট অনেকটাই কম। হাইওয়ে এবং ৪ লেন ও ডিভাইডার সহ সমস্ত রাস্তায় সর্বোচ্চ গতি হবে ৮০ কিমি প্রতি ঘণ্টা। মিউনিসিপ্যাল এবং অন্যান্য রাস্তায় ৬০ কিমির বেশি গতি তোলা যাবে না।

সম্প্রতি একটি অনুষ্ঠানের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী সরকার দ্বারা পরিচালিত এক নতুন নিয়মের কথা উল্লেখ করেছেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা আলাদা স্পিড লিমিট বেঁধে দিয়েছে। হাইওয়ে কিংবা অন্যান্য রাস্তা গুলো দিয়ে চলার সময় এই লিমিট সমস্ত গাড়িকেই পালন করতে হবে। চার সিটার গাড়িগুলো এর থেকে আলাদা নয়। এদের স্পিড লিমিট এক্সপ্রেসওয়ে রাস্তায় হবে ১২০ কিমির মধ্যে। ৪ লেনের রাস্তায় এই গাড়িগুলির স্পীড লিমিট হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এই গাড়িগুলি M1 ক্যাটাগরির গাড়ি।

Advertisements