Know about traffic laws: ট্রাফিক পুলিশের গাড়ির চাবি কাড়া নিয়ে এই নিয়ম জানেন তো!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about traffic laws before police fined you: রাস্তায় গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে বেরোনোর আগে ট্রাফিক আইন সম্পর্কে সঠিকভাবে জেনে নিতে হবে। আপনি যদি গাড়িতে সিটবেল্ট না লাগান কিংবা হেলমেট না পরেন অথবা গাড়ির কাগজপত্র যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার বিরুদ্ধে চালান কাটা হবে। এই নিয়মের বিষয়ে সবাই জানে। কিন্তু কখনো কি শুনেছেন এইসব নিয়ম না মানলে পুলিশ গাড়ির চাবি নিয়ে নিতে পারে? জানুন কিছু নতুন ট্রাফিক নিয়ম সম্পর্কে (Know about traffic laws)।

Advertisements

বেশিরভাগ মানুষ সঠিক ট্রাফিক আইন (Know about traffic laws) সম্পর্কে বিস্তারিত জানেন না। সেই কারণে তাদের প্রায়ই পড়তে হয় নানা রকম সমস্যায়। আপনি যদি কোন কারনে ট্রাফিক আইন লংঘন করেন তাহলে মোটর ভেহিকেল আইন অনুযায়ী, যে কোন বিষয় হস্তক্ষেপ করার অধিকার তাদের রয়েছে। কিন্তু চালান দেওয়ার সময় কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে।

Advertisements

এই বিষয়টি সকলেরই জেনে নেওয়া দরকার যে, ভারতের মোটর ভেহিকেল আইন ১৯৮৮ অনুসারে, আপনি যদি ট্রাফিক নিয়ম লংঘন করেন তাহলে একমাত্র অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার কোনো ট্রাফিক পুলিশ কর্মী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এছাড়া পাশাপাশি ঘটনাস্থলে জরিমানার করার অধিকার রয়েছে এএসআই, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের। এই উচ্চ পদমর্যাদার পুলিশ অধিকারীদের সঙ্গে একজন করে ট্রাফিক কনস্টেবল থাকেন যারা আপনার গাড়ি কিংবা বাইকের চাবি খুলে নিতে পারেন না। আপনি এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগেই ট্রাফিক নিয়ম সম্পর্কে (Know about traffic laws) ভালোভাবে জেনে নিন।

Advertisements

কি এমন নিয়ম (Know about traffic laws) আছে যা সব সময় মাথায় রাখা উচিত? ট্রাফিক পুলিশ হেড কনস্টেবল সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা করতে পারে। এএসআই বা সাব ইন্সপেক্টর বেশি পরিমাণ টাকার জরিমানা করতে পারে। অন্যদিকে, আপনি যখনই গাড়ি-বাইক নিয়ে বেরোবেন সর্বদা ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, PUC সার্টিফিকেট বহন করবেন। এর সাথে নেবেন গাড়ির রেজিস্ট্রেশন এবং ইন্সুরেন্স কাগজের কপি। এছাড়াও মাথায় রাখতে হবে ট্রাফিক পুলিশ যেন নিজের ইউনিফর্ম পরে থাকেন এবং তাতে নাম লেখা বাধ্যতামূলক। ইউনিফর্ম না পড়া থাকলে অবশ্যই যাচাই করে নিন।

আপনাকে খেয়াল রাখতে হবে যে ট্রাফিক পুলিশর কাছে চালান বই অথবা ই-চালান মেশিন থাকা জরুরি। কোনো ট্রাফিক কনস্টেবল আপনার গাড়ি-বাইক কিংবা স্কুটারের চাবি খুলে নিলে আপনি চাইলেই নিকটবর্তী থানায় অভিযোগ করতে পারেন। এমন অনেক সময় হয় যখন বাই কারোরই কিংবা গাড়ি চালকেরা প্রয়োজনীয় নথিগুলি দেখাতে পারেনা তখন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অংকের জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ। সেই অপরাধ যদি সেই ব্যক্তি আবার করে তাহলে জরিমানার অংক বাড়তেও পারে। এই অপরাধের জন্য গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করতে পারে পুলিশ। অনেকেই আছেন ওই সময়ে জরিমানা দিতে পারেন না তাদের জন্য অনলাইনে ই-চালান হিসাবে অথবা পরে থানায় গিয়েও জমা করে আসার ব্যবস্থা থাকে।

Advertisements