Know before marriage which girls bring only bad luck in life: জীবনে একটা সময়ের পর ছেলে মেয়ে উভয়ই বিয়ের জন্য প্রস্তুত হয়। তার জন্য পাত্র-পাত্রী নির্বাচন করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ছেলেরা বিবাহের পূর্বে পাত্রী নির্বাচন করতে গিয়ে সাধারণত পাত্রীর রূপ দেখেই তাকে পছন্দ করে। আবার অনেক জায়গায় যৌতুকের লোভে বিবাহ সম্পন্ন হয়ে থাকে। কিন্তু পরে বোঝা যায় কত বড় ভুল তারা জীবনে করেছে। ঠিকভাবে পরখ না করে বিবাহের জন্য পাত্রী নির্বাচন করলে জীবনে সুখী হওয়া যায়না, দেখা দিতে পারে নানান সাংসারিক ঝগড়া ও অশান্তি। পাত্রী নির্বাচনের পূর্বে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে (Tips to choose wife)।
আপনি যদি নিজের পরিবারে শান্তি বজায় রাখতে চান তাহলে অবশ্যই পাত্রী নির্বাচনের (Tips to choose wife) পূর্বে কিছু বিষয়ে বিচার বিবেচনা করে নেবেন। এই পরিস্থিতিতে চাণক্যের কিছু পরামর্শ জীবনে খুব কাজে লাগে। তিনি ছিলেন ভারতের মহান অর্থনীতিবিদ এবং দার্শনিক, বহু বছর আগে বলে যাওয়া তার প্রত্যেকটি কথা বর্তমান যুগে ও অক্ষরে অক্ষরে পালনীয়। যদি তার প্রত্যেকটা কথা পালন করা হয় তাহলে জীবনের শান্তি চিরকাল বজায় থাকবে।
পাত্রী নির্বাচনের (Tips to choose wife) পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন সেই মেয়ে ধর্মে বিশ্বাসী কিনা। যেই মেয়ে ধর্ম কর্মে বিশ্বাস করে সে চিরকাল পরিবারকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারবে। যে ধর্ম মানেনা সে কোনদিনই পরিবারকে আগলে রাখতে পারবেনা বরং পরিবার ভাঙতেই সাহায্য করবে। এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আচার্য চাণক্য বলে গেছেন যে, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে শান্ত স্বভাবের হবে এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। যেসব মেয়েরা রাগে মেজাজের তারা নিজেদের কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনা। ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয় এবং স্বামী-স্ত্রীর সম্পর্কেও ফাটল ধরে।
এছাড়া যে পাত্রী নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করবে তাকে কখনোই বিবাহ করবেন না। কারণ সে শুধুমাত্র বাবা-মায়ের চাপে পড়ে বিয়েতে মত দেবে। এইরকম পাত্রী যদি বিয়ে করেন তাহলে আপনার জীবন কখনো সুখের হবে না। সে কখনোই এই সম্পর্ককে মর্যাদা দেবে না এবং কাউকেই সম্মান করবে না। বিবাহের পূর্বে এই বিষয়টিও মাথায় রাখতে হবে (Tips to choose wife)।
ভালো গুন থাকা মেয়েদের অবশ্যই বিয়ে করা উচিত। চাণক্য মতে বলা হয়েছে যে, সমান বর্ণের নয় এবং নিম্নবর্ণের এমন কোন মেয়েকে কখনোই বিয়ে করা উচিত নয়। এইসব মেয়েদের মধ্যে সঠিক সংস্কার এবং গুণের যথেষ্ট অভাব থাকে। ফলে তা প্রতিফলিত হয় তাদের কথাবার্তা, চালচলন ও ব্যবহারে। তাই বিয়ে করার আগে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে (Tips to choose wife) নাহলেই পরিবারে নেমে আসবে চরম অশান্তি।