Find the number 83 within 15 seconds if your eyesight is sharp: অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) ব্যাপারটি আসলে কি? এই অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি চোখের সামনে একপ্রকার ধাঁধার সৃষ্টি করে। কিন্তু কোন মানুষের দৃষ্টিশক্তি কেমন তা বুঝতে সাহায্য করে এই অপটিক্যাল ইলিউশন। এর ফলে যে কোন মানুষের আইকিউ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এই প্রতিবেদনটিতে এমনই একটি ধাঁধার উল্লেখ আছে, যেখানে ৩৩ সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকা ৮৩ খুঁজে বার করতে হবে।
ছবিতে দেখতে পাবেন হলুদ ব্যাকগ্রাউন্ড এর ওপরে অসংখ্য ৩৩ লেখা এবং এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ৮৩ সংখ্যা। তবে অনেকক্ষণ সময় নিয়ে এই সংখ্যা খুঁজে বার করলে কিন্তু হবে না, এর জন্য বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট সময়। আর সেখানেই তো আসল চ্যালেঞ্জ। আপনার দৃষ্টিশক্তিকে তখনই ভালো ধরা হবে যখন আপনি ১৫ সেকেন্ডের মধ্যে ৮৩ সংখ্যাটি খুঁজে বার করতে পারবেন। অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যথেষ্ট প্রখর হয়।
যদিও বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, যাদের দৃষ্টিশক্তি ঈগলের মত তীক্ষ্ণ একমাত্র তারাই ১৫ সেকেন্ডের মধ্যে ৮৩ সংখ্যাটি খুঁজে বার করতে পারবে (Optical Illusions)। অনেকেই আছেন যারা সময়ের মধ্যে সংখ্যাটি খুঁজে বার করতে পারেননি। আবার অনেকেই তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরিচয় দিয়েছেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে সংখ্যাটি খুঁজে বার করতে পেরেছেন তাদের দৃষ্টিশক্তি প্রশংসনীয়।
অনেকেই এমন আছেন যারা খুঁজে বার করতে পেরেছেন, আশা করি আপনিও সফল হয়েছেন। আবার অনেকে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে চিন্তা করার কোন কারণ নেই লালমার্ক দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। শুধু আপনাকে মিলিয়ে নিতে হবে ৮৩ সংখ্যাটি কোন সারির কত নাম্বারে রয়েছে। এই ধাঁধার (Optical Illusions) মাধ্যমে আপনার দৃষ্টি শক্তি তীক্ষ্ণ হবে এবং আইকিউ আরও প্রখর হবে।
ধরুন কোন কারনে আপনি এই ধাঁধার সমস্যা সমাধানে অক্ষম হলেন তাহলেও চিন্তার কোন কারণ নেই। যদি আপনি নিয়মিত অভ্যাস করেন তাহলে আপনার দৃষ্টিশক্তি আরও প্রখর হবে। এই সমস্যার সমাধান করতে কোন বিশাল গাণিতিক জ্ঞান থাকা দরকার নেই, শুধু প্রয়োজন দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করা।