Meaning of alert colour: লাল, হলুদ, কমলা! কোন সতর্কতার কী মানে! কখন কোনটি জারি হয়!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Learn about the importance of red, yellow and orange in terms of caution: বঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে। বর্ষার আগমনে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ মৌসম ভবন দিল্লি সহ বিভিন্ন জায়গায় লাগাতার চলছে বৃষ্টি। সতর্কতা জারি করেছে। এই প্রতিবেদনে আলোচনা করা হবে কোন পরিস্থিতিতে কি ধরনের সর্তকতা অবলম্বন করা উচিত? লাল, কমলা এবং হলুদ রং কোন সতর্কতার ক্ষেত্রে ব্যবহার করা হয় (Meaning of alert colour)?

Advertisements

বিভিন্ন মানুষের মনে নানারকম প্রশ্ন জাগে যে কোন পরিস্থিতিতে কী ধরনের সতর্কতা জারি করা হয়? তাই সর্বপ্রথমে জানতে হবে প্রত্যেকটির রঙের সতর্কতার অর্থ কি? আপনাদের জেনে রাখা উচিত যে, মৌসম ভবন প্রতি ঋতু অনুসারে তিনটি সতর্কতা জারি করেছে, যেমন লাল, কমলা এবং হলুদ সতর্কতা। প্রথমে আলোচনা করা যাক হলুদ সর্তকতা কেন জারি করা হয়? হলুদ সতর্কতা হলো আবহাওয়া সম্পর্কিত বিপদের প্রথম অ্যালার্ট (Meaning of alert colour)। যখনই আবহাওয়া দপ্তর হলুদ সর্তকতা জারি করে, তারমানে নিজে এলাকার আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকতে হবে মানুষকে।

Advertisements

হলুদ সতর্কতা জারি করার পিছনের মূল উদ্দেশ্য হলো মানুষকে আবহাওয়া সম্পর্কে সচেতন করা (Meaning of alert colour)। বিপদ হয়তো এই মুহূর্তেই আসবেনা কিন্তু পরবর্তীকালে আসতে পারে। আবহাওয়ার পরিস্থিতি দেখে আপনাকে স্থান-কাল এবং বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। আবহাওয়া যখন অনেক বেশি খারাপ থাকে তখন জারি করা হয় কমলা সতর্কতা।

Advertisements

আসলে কি এই কমলা রঙের সতর্কতা (Meaning of alert colour)? অরেঞ্জ অ্যালার্ট জারি করার মূল কারণ হলো পরিবেশ এই মুহূর্তেই খারাপ না হলেও যখন তখন খারাপ হতে পারে। তাই এলাকার মধ্যে এদিক-ওদিক ঘুরে না বেড়ানোই ভালো। বাড়িতে সুরক্ষিত এবং সতর্কভাবে থাকতে হবে মানুষকে। যদি দেখা যায় একান্ত না বেরোলেই নয় সেক্ষেত্রে শুধুমাত্র বাড়ি থেকে বেরোনো যেতে পারে তাও বাড়তি সতর্কতা অবলম্বন করে। এরপর আসে লাল রঙের সর্তকতা।

সতর্কতার ক্ষেত্রে লাল রং কখন ব্যবহার করা হয় সেটা কি জানেন? আবহাওয়ার পরিস্থিতি যখন খুব খারাপ হয় এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে তখন শুধুমাত্র রেড অ্যালার্ট জারি করা হয়। রেড অ্যালার্ট যখন আবহাওয়া দপ্তর জারি করবে তখন মানুষকে সমস্ত নিয়মাবলী অক্ষরে অক্ষরে পালন করতে হবে। খুব গুরুতর ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থাকলেই রেড অ্যালার্ট জারি করা হয়। যতক্ষণ না সবুজ সংকেত জারি করা হচ্ছে ততক্ষণ বাড়ি থেকে না বেরোনোই ভালো। সাধারণত বর্ষাকালে ভারী বর্ষণের ফলে যে ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করা হয় এবং বন্যার পরিস্থিতি সৃষ্টি হলেও রেড অ্যালার্ট জারি করা হয়ে থাকে। আবহাওয়া ঠিক হলে আবহাওয়া দপ্তর থেকেই তা জানিয়ে দেওয়া হয়।

Advertisements