Which states of India are collectively known as “Seven Sisters”.সাধারণ জ্ঞানের প্রশ্ন (General knowledge) বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এমনকি চাকরির পরীক্ষার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এতে যেরকম জ্ঞানের বৃদ্ধি ঘটে তেমনই বিভিন্ন পরীক্ষাতে উত্তীর্ণ হতে সহায়তা করে। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো মন দিয়ে পড়বেন। বিভিন্ন রকম সাধারণ জ্ঞানের প্রশ্ন পড়তেও যেমন মজা তেমনি মনে রাখা খুব সহজ।
নিঃসন্দেহে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনার জেনারেল নলেজকে সমৃদ্ধ করতে বহুগুণ কাজে আসে। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো শুধু এই দেশ সম্পর্কে নয় বিদেশেরও নানা তথ্য সবার সামনে তুলে ধরে। এই প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন রকম সাধারণ জ্ঞানের (General knowledge) প্রশ্ন আলোচনা করা হবে, যা জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রেও কাজে লাগবে এবং প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। এমনি কতগুলো প্রশ্ন আলোচনা করা হলো।
১. এমন একটি প্রাণীর উদাহরণ দাও যে কিনা অমর?
উ:- জেলিফিশ।
২. আমেরিকায় আধার কার্ড কি নামে পরিচিত?
উ:- গ্রীন কার্ড।
৩. ভারতের কোন প্রধানমন্ত্রী তিনবার বিয়ে করেছিলেন?
উ:- মোরারজি দেশাই।
৪. কোন কাজটি মানুষ মৃত্যুর পর করতে পারে?
উ:- অঙ্গ দান।
৫. মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উ:- ডলফিন।
৬. এমন কোন দেশ আছে যেখানে প্লাস্টিকের নোট চালু হয়েছে?
উ:- অস্ট্রেলিয়ায়।
৭. ভারতের এমন কোন রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ?
উ:- হিমাচল প্রদেশ।
৮. নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উ:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
৯. ভারতের সংবিধানের বইটি কোন গ্যাসের মধ্যে রাখা হয়?
উ:-হিলিয়াম।
১০. মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া কার নাম অনুসারে রাখা হয়েছে?
উ:- আটলান্টিক মহাসাগরের একটি পৌরাণিক দ্বীপের নাম অনুসারে।
১১. গঙ্গা নদীকে কবে জাতীয় নদীর স্বীকৃত দেওয়া হয়?
উ:-২০০৮ সালে।
১২. ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ:- বেঙ্গালুরুতে।
১৩. ভারতের সবথেকে পরিষ্কার নদী কোন রাজ্যে অবস্থিত?
উ:- মেঘালয় রাজ্যের উমঙ্গোট নদী।
১৪. কোন প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে?
উ:- নেপাল ভারতের পাঁচটি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে।
১৫. ভারতের কোন রাজ্যগুলিকে একত্রে “সাত বোনের রাজ্য” বলা হয়?
উ:- ভারতের উত্তর-পূর্ব দিকের সাতটি প্রদেশকে একত্রে সাত বোনের রাজ্য বলা হয়। এতে রয়েছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়কে একত্রে বলা হয় “সেভেন সিস্টার”।