নিজস্ব প্রতিবেদন : বর্তমানে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) খরচ যেভাবে বাড়ছে তাতে বহু মানুষকেই দেখা যাচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের দিকে ঝুঁকতে। কেননা ব্যাটারি চালিত যানবাহনে খরচ পেট্রোল-ডিজেলের তুলনায় কয়েকগুণ কম। যে কারণে অধিকাংশ যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলি ব্যাটারি চালিত যানবাহন তৈরি করার দিকে জোর দিচ্ছে। ব্যাটারি চালিত যানবাহনের পাশাপাশি এখন পাল্লা দিয়ে বাড়ছে ই-সাইকেল (E-Cycle) অর্থাৎ ব্যাটারি চালিত সাইকেলেরও।
যখন পাল্লা দিয়ে ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সময় টাটা (Tata) গ্রুপের তরফ থেকে এমন একটি সাইকেল আনা হলো যা রীতিমতো অবিশ্বাস্য। টাটা সংস্থার তরফ থেকে যে সাইকেলটি লঞ্চ করা হয়েছে সেই সাইকেলটি যারা ব্যবহার করবেন তাদের এক কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ১০ পয়সা। সংস্থাটি নতুন এই সাইকেল লঞ্চ করে রীতিমত তাক লাগিয়ে দিল বাজারে।
বাজারে নতুন এই যে সাইকেল লঞ্চ করা হয়েছে সেটি প্রস্তুত করেছে টাটা গ্রুপ সমর্থিত সংস্থা Stryder। নতুন এই ই-সাইকেলটির নাম দেওয়া হয়েছে Stryder Zeeta Plus। এই ই-সাইকেলটিতে নামমাত্র খরচের পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুবিধা। এতে রয়েছে 36 V 250 W BLDC হাব মোটর। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, যেকোনো রাস্তায় এই ই-সাইকেলটি মসৃণ ড্রাইভিংয়ের আনন্দ দিতে সক্ষম।
ই-সাইকেল প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, ই-সাইকেলটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র তিন ঘন্টা। ১০০% চার্জ হলে সাইকেলটি করে ৪০ কিলোমিটার রাস্তা যাওয়া যাবে। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই ই-সাইকেলটিতে যাতায়াত করার জন্য ১ টাকায় যাওয়া যাবে ১০ কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটার যেতে খরচ মাত্র ১০ পয়সা।
নতুন এই ই-সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার। এছাড়াও রয়েছে অটোকাট ব্রেক। দুটি চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। এই সাইকেলটির ফ্রেম তৈরি করা হয়েছে স্টিল দিয়ে। যে সংস্থাটি এই সাইকেল তৈরি করেছে তাদের তরফ থেকে অনেকগুলি সাইকেল ইতি মধ্যেই তৈরি করা হয়েছে। তবে আজ যে সাইকেলটির কথা বলা হলো অর্থাৎ Zeeta Plus এর দাম বাজারে ২৬ হাজার ৯৯৫ টাকা।