নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে রাজ্যের মানুষ দেখেছিল ২০১৮ সাল। ২০১৮ সালের পর দেখতে দেখতে পাঁচ বছর কেটে গিয়েছে। এবার ২০২৩ এ অন্ততপক্ষে ভোটের দিন শান্তি খুঁজছিলেন রাজ্যের মানুষ। কিন্তু সে আর হলো না। পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) অন্ততপক্ষে ১৭ জন প্রাণ হারান শনিবার। রাজ্যজুড়ে দফায় দফায় বিশৃংখলায় ভরা পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর এখন ফলাফলের অপেক্ষা। ফলাফলের নিরিখে কে জিতবে তা দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষায়।
C voter বুথ ফেরত সমীক্ষা
কোচবিহার : জেলা পরিষদ হাতছাড়া হতে পারে তৃণমূলের। বিকেল ৪টে পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে কোচবিহারে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৮-২২টি জেলা পরিষদ আসন। অন্যদিকে তৃণমূলের হাতে আসতে পারে ১১-১৭টি জেলা পরিষদ আসন। কংগ্রেস ও বামের দখলে যেতে পারে ০ থেকে ১ টি আসন।
দক্ষিণ ২৪ পরগনা : জেলার ৮৫টি আসনের মধ্যে ৫৯ থেকে ৬৯টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির হাতে আসতে পারে ১৪ থেকে সর্বোচ্চ ২০টি। বাম-আইএসএফ ও কংগ্রেসের হাতে আসতে পারে ১৫টি আসন।
বীরভূম : ৫২টির মধ্যে তৃণমূলের দখলে যেতে পারে ৩৪ থেকে ৪৪টি আসন। বিজেপির পেতে পারে ৬ থেকে ১২টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে ৫টি আসনে।
উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার ৬৬টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৪৪ থেকে ৫৪টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৫ থেকে ১১টি আসন এবং বাম-কংগ্রেস জোটের কাছে যেতে পারে ৬ থেকে ১০টি আসন।
পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরে ৭০টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূলের দখলে যেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩২টি আসন। বাম-কংগ্রেসের হাতে যেতে পারে ০ থেকে ২টি আসন।
আলিপুরদুয়ার : ১৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪ থেকে ৮টি আসন পেতে পারে শাসকদল তৃণমূল। বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪ টি। বাম ও কংগ্রেসের জোটের দখলে যেতে পারে ০-১টি আসন।
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ৭৮টি জেলা পরিষদ আসনের মধ্যে বাম-কংগ্রেসের হাতে যেতে পারে ২৬-৩৬টি আসন। সেখানে তৃণমূল দখলে পেতে পারে ৩৯ থেকে ৪৯টি আসন। বিজেপির হাতে যেতে পারে ০ থেকে ৪টি আসন পেতে পারে।