TDS refund: আপনার প্রাপ্য TDs রিফান্ড এলো কিনা বুঝবেন কীভাবে?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Learn more about TDS refund today: টিডিএস এর পুরো কথাটা যে কি অনেকেই তা জানেন না। এর পুরো নাম হল ট্যাক্স ডিডারটেড অ্যাট সোর্স, সংক্ষেপে তাই হলো টিডিএস। আরো যদি সহজ ভাষায় বলি তাহলে বেতন থেকে যেটুকু অংশ কেটে নেওয়া হয়, সেটাই হলো টিডিএস। তবে বেতনের কত অংশ কাটা হবে সেটা সম্পূর্ণ নির্ধারণ করে দেবে সরকার থেকে। আর এই টিডিএস রিফান্ড স্টেটাস (TDS refund) বিভিন্ন রকমের হয়। যেমন, ডিটারমাইন্ড নয়, পেইড, নট পেইড ইত্যাদি।

Advertisements

তবে যদি কোনো কারণে টিডিএস রিফান্ড (TDS refund) আসতে দেরি হয় তাহলে বিষয়টি অবশ্যই অর্থনৈতিক বিশেষজ্ঞের নজরে আনতে হবে। তিনিই ভাল বলে দিতে পারবেন যে আপনার আয় থেকে যে অংশটা কেটে নেওয়া হয়েছে সেটা ফেরত পাওয়ার জন্য কি করতে হবে? টিডিএস রিফান্ড এলো কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা চিন্তা কাজ করে অর্থাৎ টিডিএস রিফান্ড স্টেটাস চেক করা নিয়ে।

Advertisements

আপনার টিডিএস রিফান্ড চেক করার জন্য কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই, অনলাইনে ঘরে বসেই এই সুবিধা আপনারা পেতে পারবেন। সেই প্রক্রিয়া আপনাকে ধাপে ধাপে দেখতে হবে। প্রথম প্রক্রিয়া হলো ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে টিডিএস রিফান্ড স্টেটাস চেক (TDS refund)।

Advertisements

প্রথম প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি টিডিএস রিফান্ড (TDS refund) চেক করতে চান তাহলে প্রথমেই আপনাকে অফিসিয়াল ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। এরপর ইউজার আইডি/ প্যান/ আধার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ বা ডেট অফ ইনকর্পোরেশন দিয়ে লগ ইন করতে হবে। এরপর আপনাকে ক্যাপচা কোড এন্টার করতে হবে এবং যেতে হবে মাই অ্যাকাউন্ট সেকশনে। যদি আপনি রিফান্ড/ ডিমান্ট স্টেটাস অপশনে ক্লিক করেন তাহলেই রেজাল্ট বেরিয়ে আসবে।

অন্যদিকে দ্বিতীয় প্রক্রিয়াটি হল, এনএসডিএল পোর্টালের মাধ্যমে টিডিএস রিফান্ড স্টেটাস চেক করা যায়। প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেটি হলো https://tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html, এরপর প্যান, অ্যাসেসমেন্ট ইয়ার এবং ক্যাপটা কোড দিতে হবে। অবশেষে প্রসিড-এ ক্লিক করলে রিফান্ড কোন অবস্থায় আছে তা জানতে পারবেন।

Advertisements