Link PAN and Aadhaar: Aadhaar-Pan লিঙ্ক করানো হয়নি! এখন অকেজো! ইনকাম ট্যাক্স জমা দেওয়ার কী হবে!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Link PAN and Aadhaar card before 1st July: যারা এখনো অবধি PAN এবং Aadhaar কার্ড লিঙ্ক করেননি (Link PAN and Aadhaar) তাদের দিতে হতে পারে ১০০০ টাকা করে জরিমানা। কারণ লিংক করার শেষ তারিখ পেরিয়ে গেছে ৩০ শে জুন। লিঙ্ক করার এই সময় সীমা চলছিল প্রায় এক বছর ধরে। শেষ তারিখ পিছিয়ে দিয়ে জুন মাসের শেষ দিনটিই ছিল ফাইনাল ডেডলাইন। বহু মানুষ সমস্যায় পড়বেন সঠিক সময়ের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে না পারার জন্য। লিংক যদি কেউ সঠিক সময়ের মধ্যে না করে তাহলে অকেজো হয়ে যেতে পারে তার প্যান কার্ড এবং এর ফলে ইনকাম ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যায় পড়তে হবে ওই ব্যক্তিকে।

Advertisements

যেসব ব্যক্তিরা ডেড লাইনের আগে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে পারেননি তাঁদের ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বা TDS এবং ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বা TCS আগের তুলনায় আরও বেশি হারে কাটা যাবে। ১৯৬১ সালের আয়কর আইন অনুসারে, দেশের সমস্ত নাগরিকদের যাদের প্যান কার্ড রয়েছে অবশ্যই তা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। শুধুমাত্র যারা এগজেম্পট ক্যাটেগরির মধ্যে রয়েছেন তাদের এই দুটো কাট লিংক করার কোন প্রয়োজন নেই। প্যান এবং আধার কার্ড লিঙ্ক (Link PAN and Aadhaar) করা না থাকলে কি সমস্যা হতে পারে আপনার?

Advertisements

যদি আপনি সময়ের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করার (Link PAN and Aadhaar) তাহলে অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড এবং তার জন্য আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হবে। আপনাকে প্রথমে যেতে হবে National Securities Depository Limited (NSDL) পোর্টালে এবং ITNS 280 চালান নম্বরের অধীনে জরিমানার টাকাটি ডিপোজিট করতে হবে। যেখানে মেজর হেড 0021 (কোম্পানি ব্যতিরেকে অন্যান্য ইনকাম ট্যাক্স) এবং মাইনর হেড 500 (অন্যান্য রিসিপ্টস)।

Advertisements

কিন্তু গ্রাহকের জন্য আছে একটি সুখবর যদি কোন কারনে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। কিন্তু IT ডিপার্টমেন্ট আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রসেস করবে না যতক্ষণ না আপনার দুটো কার্ড লিঙ্ক করা হচ্ছে (Link PAN and Aadhaar)।

কেন গ্রাহকদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে?

নিজেকে বিভিন্ন জালিয়াতির হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ। যদি আপনার এই দুটো কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনার নামে কেউ ভুয়ো কার্ড বার করতে পারবে না। এছাড়া যদি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা থাকে তাহলে সঠিক সময় ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছে কিনা সেটাও দেখতে পারবে আয়কর বিভাগ। এছাড়াও ITR এর বিষয়টি অনেক সহজ হয়ে যায়।

Advertisements