১৫০ টাকা কেজি হতেই টমেটোর পাহারায় বাউন্সার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে হাসাহাসি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বাজারে অধিকাংশ সবজির (Vegetables) দাম আকাশছোঁয়া। অধিকাংশ সবজির দাম আকাশছোঁয়া হওয়ার ফলে বহু মানুষ কাটছাঁট করেই সংসার চালাচ্ছেন। লঙ্কা থেকে শুরু করে টমেটো সব কিছুরই দাম যে জায়গায় পৌঁছে গিয়েছে তাতে সেগুলিতে হাত দেওয়াই এখন মানুষের কাছে সোনা কেনার সমান হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হলো যা নিয়ে শুরু হয়েছে হাসাহাসি।

Advertisements

টমেটোর (Tomato) আকাশছোঁয়া দাম নিয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে মিমের বন্যা, চলছে নানান ভাবে খোঁটা দেওয়ার কাজ ঠিক সেই সময় দেখা গেল একটি দোকানে টমেটো পাহারা দিচ্ছেন বাউন্সাররা (Tomato Security Bouncers)। এমন পরিস্থিতি দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর এক সবজির দোকানে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমত হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

সবজির দোকানে সোনাদানা বিক্রি হবে না বরং সবজি বিক্রি হবে এটাই স্বাভাবিক। কিন্তু টমেটোর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে তা সোনা দানার মতোই দামি জিনিসে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই ওই সবজি বিক্রেতা দুজন বাউন্সার রাখেন টমেটো পাহারা দেওয়ার জন্য। টমেটো পাহারা দেওয়ার জন্য বাউন্সার নিয়োগের এমন কাজটি করেছেন অজয় ফৌজি নামে এক সবজি বিক্রেতা।

Advertisements

ওই সবজি বিক্রেতা তার এমন কাজের জন্য জানিয়েছেন, টমেটোর দাম ব্যাপক বেড়ে যাওয়ার কারণেই তিনি এমন বাউন্সার নিয়োগ করেছেন টমেটো পাহারা দেওয়ার জন্য। এর পাশাপাশি তিনি আরও যোগ করে জানিয়েছেন, অনেকেই রয়েছেন যারা এই রকম মুহুর্তে টমেটো চুরি করে নিয়ে যাওয়ার ফন্দি আঁটেন। সেই সব যাতে না হয় তার জন্যেই তিনি এইভাবে বাউন্সার নিয়োগ করেছেন টমেটো আগলানোর জন্য।

তবে জানা গিয়েছে ওই সবজি বিক্রেতা কেবল একজন সবজি বিক্রেতা নন, এর পাশাপাশি তিনি একজন সমাজবাদী পার্টির কর্মী। বেনারসের লঙ্কা এলাকায় তিনি সবজি বিক্রির পাশাপাশি একটি মুদিখানার দোকান চালান। ওই ব্যক্তি মূলত উত্তর ভারতে যেভাবে সবজির দাম বৃদ্ধি পেয়েছে সেই বিষয়টিকে খোঁটা দেওয়ার জন্যই এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

Advertisements