টিভি সঞ্চালকদের চাকরি নিয়ে টানাটানি! কি সুন্দর নির্ভুলভাবে খবর পড়ছে AI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এবার কি টিভি সঞ্চালকদের চাকরি নিয়ে শুরু হতে চলেছে টানাটানি! বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য না হলেও এবার এমনটাই প্রমাণ করে দিল AI। AI কি আসলে এখন অধিকাংশ মানুষই জেনে গিয়েছেন। এটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খবর সঞ্চালন করা হচ্ছে টিভির পর্দায় তা রীতিমতো অবাক করে দিচ্ছে বিশ্বকে।

Advertisements

ওড়িশার একটি টিভি চ্যানেলের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে একজন সুবেশা যুবতী টিভির পর্দায় খবর পড়ছেন। তার পরনে রয়েছে হ্যান্ডলুম শাড়ি, চুল আঁটোসাঁটো করে বাঁধা। কানে রয়েছে দুল আর ঝরঝরে ইংরেজিতে কথা বলছে ওই যুবতী। এক ঝলকে কেউ দেখে সাধারণ একজন রক্তমাংসে গড়া মানুষ মনে হলেও তারপরই রয়েছে টুইস্ট। কেননা ওই যুবতী রক্তমাংসের গড়া মানুষ নন বরং কৃত্রিম বুদ্ধিমত্তা।

Advertisements

উড়িষ্যার ওই চ্যানেলে এমন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এবার থেকে প্রতিদিন খবর পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে। ওই কৃত্রিম বুদ্ধিমত্তা ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হলেও খবর পরিবেশনের ক্ষেত্রে AI ব্যবহার একেবারে আলাদা চমক। চ্যানেলে তরফ থেকে এই এআই সঞ্চালিকা যুবতীর নাম রাখা হয়েছে লিসা।

Advertisements

যে চ্যানেলের তরফ থেকে এমন এআই সঞ্চালিকার বন্দোবস্ত করা হয়েছে তার কর্ণধার দর্শকদের সঙ্গে একটি অনুষ্ঠানে লিসার পরিচয় করিয়ে দেন। যেখানে পরিচয় করানোর সময় তিনি জানান, ইংরেজি ঝরঝরে বলতে পারলেও লিসা এখনো উড়িয়া ভাষা ঝরঝরে রপ্ত করতে পারেনি। তাকে ভাষা শেখানো হচ্ছে আর তা পুরোপুরি ভাবে শিখে গেলে বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে টিভির পর্দা ছাড়াও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও লিসাকে দেখা যাবে।

সম্প্রতি ওই চ্যানেলের এআইকে দিয়ে খবর উপস্থাপন অনেকের নজর কেড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এআই সঞ্চালিকা খবর পরিবেশন থেকে শুরু করে উচ্চারণ, উপস্থাপনা বহু দর্শকদের মনে ধরেছে। বারবার দর্শকরা সেই ভিডিও দেখে একজন মানুষের সঙ্গে এআই-এর পার্থক্য খুঁজছেন।

Advertisements