Language of India: ভারতে রয়েছে এমন একটি ভাষা, যা উল্টে লিখলেও যা, সোজা লিখলেও তাই

Prosun Kanti Das

Published on:

Advertisements

This language of India looks straight forward even if written upside down: ভাষা সম্পর্কে কম-বেশি সবাই জানে। ভারত হলো এমন একটি দেশ যেখানে বিভিন্ন ভাষার সমাগম দেখা যায় (Language of India)। ভারতে এমন একটি ভাষা আছে সেটি যতই উল্টো করে লেখা হোকনা কেনো সবসময় সোজাই দেখায়। এটি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এবং জেনারেল নলেজের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ।

Advertisements

ভারত হল বিভিন্ন জাতি, ভাষা ও ধর্মের সংমিশ্রিত একটি দেশ। এখানকার প্রাচীন সভ্যতা ও জ্ঞান দেশটিকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলেছে। এদেশের জনসংখ্যা বিপুল। ভারতে এখনো এমন অনেক কিছু রয়েছে যা সাধারণ মানুষের জানার বাইরে। সেই সব সাধারন জ্ঞানের প্রশ্ন অবশ্যই মানুষের জানা উচিত। এই প্রতিযোগিতার বাজারে সঠিক চাকরি পেতে গেলে নিজেকেও সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। তার জন্য অবশ্যই প্রয়োজন নিজের জ্ঞানের পরিসরকে বাড়ানো। এ রকমই একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন হল ভারতের এমন কোন ভাষা ইংরেজিতে লিখলে উল্টোকেও সোজা দেখায় (Language of India)।

Advertisements

যেকোনো সরকারি কিংবা বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রার্থীকে নিজের জেনারেল নলেজের জ্ঞান বৃদ্ধি করতে হবে। এর জন্য প্রয়োজন নানারকম প্রশ্ন প্রতিদিন অনুশীলন করা। যদি সাধারণ জ্ঞান না থাকে তাহলে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হবেনা। আপনারা কি আদৌ জানেন কোন ভাষাকে উল্টো লিখলে সোজা দেখায় (Language of India)?

Advertisements

কেউ হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর জানেন আবার কেউ হয়তো জানেন না। সঠিক উত্তরটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি ইংরেজিতে মালায়ালাম কথাটি লেখেন তাহলে দেখবেন তা উল্টো ভাবেও সোজা দেখাচ্ছে (Language of India)। অর্থাৎ, Malayalam শব্দটি ইংরেজি অক্ষরে লেখার পর উল্টো ভাবে সাজালেও উত্তর একই হবে।

মালায়ালাম হলো ভারতের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ভাষা। এটি ভারতের কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? মালায়লাম আসলে ভারতের কেরালা রাজ্য এবং মালয়ালী জনগণের দ্বারা লাক্ষাদ্বীপ ও পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচলিত একটি দ্রাবিড় ভাষা। সেই সব অঞ্চলের জনগণ এই ভাষাতেই কথা বলে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, মালায়ালাম ভারতে প্রচলিত ২২ টি সরকারি ভাষার মধ্যে অন্যতম একটি। মালায়ালাম ভাষাকে “ভারতীয় শাস্ত্রীয় ভাষা” হিসেবে সম্মান দেওয়া হয়েছিল ২০১৩ সালে।

Advertisements